ETV Bharat / bharat

দেশের মাটিতে পা রাখলেন অভিনন্দন - abhinandan bartaman retuirns

দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে এলেন।

wagha
author img

By

Published : Mar 1, 2019, 6:22 PM IST

Updated : Mar 1, 2019, 11:22 PM IST

দিল্লি, ১ মার্চ : দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে এলেন। গতকাল এক বিবৃতিতে তাঁকে ছাড়ার কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার সকালে পাকিস্তানের F-16 বিমান ভারতের বায়ুসীমা লঙ্ঘন করে। তার উপযুক্ত জবাব দেয় ভারতও। পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়। এদিকে, অভিযান চলাকালীন ভারতের একটি বিমান নিখোঁজ হয়। পরে পাকিস্তান জানায়, ওই যুদ্ধবিমানের পাইলট তাদের হেপাজতে আছে। বিকেলে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে সমন পাঠায় বিদেশ মন্ত্রক। বুধবার এক বিৃবতি জারি করে বিদেশমন্ত্রক বলে, "ভারতীয় বায়ুসেনার জখম অফিসারের প্রতি পাকিস্তানের ঘৃণ্য মনোভাবের প্রতিবাদ জানাচ্ছে ভারত। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের পরিপন্থী।" বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তানের প্রতি উপদেশ, তাদের হেপাজতে যেন ওই অফিসারের ক্ষতি না হয়। পাশাপাশি, ভারতের আশা, তাঁকে অক্ষত অবস্থায় তাড়াতাড়ি দেশে পাঠানো হবে।"

দিল্লি, ১ মার্চ : দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে এলেন। গতকাল এক বিবৃতিতে তাঁকে ছাড়ার কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার সকালে পাকিস্তানের F-16 বিমান ভারতের বায়ুসীমা লঙ্ঘন করে। তার উপযুক্ত জবাব দেয় ভারতও। পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়। এদিকে, অভিযান চলাকালীন ভারতের একটি বিমান নিখোঁজ হয়। পরে পাকিস্তান জানায়, ওই যুদ্ধবিমানের পাইলট তাদের হেপাজতে আছে। বিকেলে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে সমন পাঠায় বিদেশ মন্ত্রক। বুধবার এক বিৃবতি জারি করে বিদেশমন্ত্রক বলে, "ভারতীয় বায়ুসেনার জখম অফিসারের প্রতি পাকিস্তানের ঘৃণ্য মনোভাবের প্রতিবাদ জানাচ্ছে ভারত। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের পরিপন্থী।" বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তানের প্রতি উপদেশ, তাদের হেপাজতে যেন ওই অফিসারের ক্ষতি না হয়। পাশাপাশি, ভারতের আশা, তাঁকে অক্ষত অবস্থায় তাড়াতাড়ি দেশে পাঠানো হবে।"


Abu Dhabi (UAE), Mar 01 (ANI): Union External Affairs Minister Sushma Swaraj addressed at Organisation of Islamic Cooperation (OIC) conclave as the Guest of Honour. While delivering her speech, EAM Swaraj said, "I come from land of Mahatma Gandhi where every prayer ends with call for 'shanti' that is peace for all. I convey our best wishes, support and solidarity in your quest for stability, peace, harmony, economic growth and prosperity for your people and world: She further added, "If we want to save humanity, we must tell the states who provide shelter and funding to terrorists, to dismantle the infrastructure of the terrorist camps and stop providing shelter and funding to the terror organisations based in that country".
Last Updated : Mar 1, 2019, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.