ETV Bharat / bharat

বৈঠকে না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা, হুইপ জারি কংগ্রেসের - whip has been issued to all party MLAs

এবার হুইপ জারি করা হল । রাজস্থানে দলীয় বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকা নিয়ে হুইপ জারি করা হল কংগ্রেসের তরফে ।

Rajasthan Political crisis
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Jul 13, 2020, 3:40 AM IST

Updated : Jul 13, 2020, 6:11 AM IST

জয়পুর, 13 জুলাই : কংগ্রেসের বিধায়কদলের যে বৈঠক আজ সকালে হওয়ার কথা রয়েছে, তাতে অবশ্যই উপস্থিত থাকতে হবে দলের সব বিধায়ককে ৷ যে বিধায়করা কোনও কারণ ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ এই মর্মে হুইপ জারি করল রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ৷

এর আগে অবিনাশ পাণ্ডে জানান, "109 জন বিধায়ক ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকার, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নেতৃত্বের উপর তাঁদের আস্থা ও সমর্থন জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও বেশ কয়েকজন বিধায়কের মোবাইলে যোগাযোগ হয়েছে ৷ তাঁরাও সকালের মধ্যে চিঠিতে সমর্থনসূচক স্বাক্ষর করে দেবেন ৷"

কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেওয়ার জন্য হুইপ জারি হওয়ার পাশাপাশি আরও একটি খবর সামনে এসেছে । জানা গেছে, ভোলবদল করেছেন রাজনৈতিক মহলে পাইলট ঘনিষ্ঠ বলে পরিচিত তিন কংগ্রেস বিধায়ক । তাঁরা জানিয়েছেন, "আমরা কংগ্রেসের সত্যিকারের সৈনিক ।"

এদিকে কংগ্রেসের 16 জন বিধায়ক ও 3 নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে গতকালই দিল্লি উড়ে গেছেন সচিন পাইলট ৷ সূত্রের খবর, রাজস্থানে কংগ্রেসর টালমাটাল পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে কথাও বলেছেন তিনি ৷ আজ BJP -র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর ৷ সূত্রের খবর, ওই বৈঠকের পর সিদ্ধান্ত জানাবেন তিনি ৷

সচিন পাইলটের দাবি, অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ 30 জন কংগ্রেস বিধায়ক-সহ বেশ কয়েকজন নির্দল বিধায়কের সমর্থনও তাঁর সঙ্গে রয়েছে । এই পরিস্থিতিতে আজ কংগ্রেসের বিধায়কদলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

জয়পুর, 13 জুলাই : কংগ্রেসের বিধায়কদলের যে বৈঠক আজ সকালে হওয়ার কথা রয়েছে, তাতে অবশ্যই উপস্থিত থাকতে হবে দলের সব বিধায়ককে ৷ যে বিধায়করা কোনও কারণ ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ এই মর্মে হুইপ জারি করল রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ৷

এর আগে অবিনাশ পাণ্ডে জানান, "109 জন বিধায়ক ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকার, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নেতৃত্বের উপর তাঁদের আস্থা ও সমর্থন জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও বেশ কয়েকজন বিধায়কের মোবাইলে যোগাযোগ হয়েছে ৷ তাঁরাও সকালের মধ্যে চিঠিতে সমর্থনসূচক স্বাক্ষর করে দেবেন ৷"

কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেওয়ার জন্য হুইপ জারি হওয়ার পাশাপাশি আরও একটি খবর সামনে এসেছে । জানা গেছে, ভোলবদল করেছেন রাজনৈতিক মহলে পাইলট ঘনিষ্ঠ বলে পরিচিত তিন কংগ্রেস বিধায়ক । তাঁরা জানিয়েছেন, "আমরা কংগ্রেসের সত্যিকারের সৈনিক ।"

এদিকে কংগ্রেসের 16 জন বিধায়ক ও 3 নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে গতকালই দিল্লি উড়ে গেছেন সচিন পাইলট ৷ সূত্রের খবর, রাজস্থানে কংগ্রেসর টালমাটাল পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে কথাও বলেছেন তিনি ৷ আজ BJP -র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর ৷ সূত্রের খবর, ওই বৈঠকের পর সিদ্ধান্ত জানাবেন তিনি ৷

সচিন পাইলটের দাবি, অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ 30 জন কংগ্রেস বিধায়ক-সহ বেশ কয়েকজন নির্দল বিধায়কের সমর্থনও তাঁর সঙ্গে রয়েছে । এই পরিস্থিতিতে আজ কংগ্রেসের বিধায়কদলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

Last Updated : Jul 13, 2020, 6:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.