ETV Bharat / bharat

চা খাইয়ে কেজরির প্রচারে গুজরাতের যুবক

নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর ততোটা ভরসা নেই যতোটা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের প্রতি । দিল্লির বিধানসভা নির্বাচনে কিছু করতে চান । পাশে থাকতে চান । তাই গুজরাত থেকে দিল্লিতে এসে চা বিক্রির মাধ্যমে AAP-এর প্রচার করছেন প্রফুল্ল বিলোর ।

author img

By

Published : Jan 24, 2020, 12:03 AM IST

Updated : Jan 24, 2020, 12:32 AM IST

delhi
প্রফুল্ল বিলোর

দিল্লি, 23 জানুয়ারি : কোথায় যেন চা মিলিয়ে দিল তাঁদের দু'জনকে । একজন প্রচার করেছিলেন চায়ে পে চর্চার । আর এক জন বললেন চায়ে পে প্রচারের কথা ।

কাকতালীয়ভাবে দু'জনেই গুজরাতি । একজন বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি । অপর জন অপরিচিত এক যুবক । প্রফুল্ল বিলোর । তিনি অবশ্য গেরুয়া দলের হয়ে নয়, আজ প্রচার করতে উৎসাহী মোদির অন্যতম বিরোধী আম আদমি পার্টির হয়ে ।

কারণ, তিনি ভালোবাসেন, বিশ্বাস করেন, সম্মান করেন দিল্লির মুখ্যমন্ত্রীকে । নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর ততোটা ভরসা নেই যতোটা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের প্রতি ।

গরম চা কাপে ঢালতে ঢালতে অবলীলায় কথাগুলো বলে চললেন প্রফুল্ল বিলোর । কেজরির প্রতি তাঁর শ্রদ্ধা এতটাই যে দিল্লির বিধানসভা নির্বাচনে কিছু করতে চান । পাশে থাকতে চান, প্রতি মুহূর্তে নিজের সাধ্য মতো সাহায্য করতে চান । আর এই সাহায্য করার মূল প্রেরণাটি অবশ্য তিনি নিয়েছেন আর এক গুজরাতির কাছ থেকে । সময়ের নিরিখে যিনি আজ দেশের প্রধানমন্ত্রী ।

প্রফুল্ল নিজের রাজ্য ছেড়ে দিল্লিতে এসে আম আদমি পার্টির সদর দপ্তরের সামনে খুলেছেন চায়ের দোকান । উদ্দেশ্য চা বানিয়ে AAP কর্মী-সমর্থকদের খাওয়াবেন । সঙ্গে সাধ্যমতো প্রচারও করবেন ।

কিন্তু কেন এত ভালোবাসা ? নিজ মুখেই সেকথা গড়গড়িয়ে বলে চললেন এই যুবক । কেজরির হাত ধরে দিল্লির নিরাপত্তা অনেক আঁটোসাঁটো হয়েছে । CCTV-তে গোটা এলাকা মুরেছে, নারী সুরক্ষা অনেকটা ভালো হয়েছে, চাকরির বন্দোবস্ত হয়েছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে । একই সঙ্গে শিক্ষার প্রসার হয়েছে, চাকরির সুযোগ বেড়েছে । বিলোরের বিশ্বাস এই সবই হয়েছে আম আদমি পার্টির সদিচ্ছায়, তাদের উৎসাহে । তাঁর আরও বিশ্বাস এই ভাবে কাজ করলে তাঁর মতো শিক্ষিতদেরও আর বসে থাকতে হবে না চাকরির অপেক্ষায় । দিল্লি যাতে আরও শীর্ষে ওঠে এবং গোটা দেশকে পথ দেখায়, এই আশা নিয়েই বিলোরের পাড়ি দেওয়া দিল্লির উদ্দেশে । একইসঙ্গে তিনি মনে করেন, আম আদমি পার্টির দেখানো পথে চললে গোটা দেশের উন্নতি হবে, উন্নতি হবে সমাজেরও । আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ের সামনে প্রফুল্লর চায়ের দোকান উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ।

পেশায় চা বিক্রেতা হলেও সমাজসেবা কিন্তু বিলোরের নেশা । এর আগে কেরালার বন্যা বিধ্বস্ত এলাকার জন্য সাহায্যের হাত বাড়াতেও দু'বার ভাবতে দেখা যায়নি এই যুবককে । তিল তিল করে জমানো দেড় লাখ টাকা কেরালার জন্য এক ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন ।

দিল্লি, 23 জানুয়ারি : কোথায় যেন চা মিলিয়ে দিল তাঁদের দু'জনকে । একজন প্রচার করেছিলেন চায়ে পে চর্চার । আর এক জন বললেন চায়ে পে প্রচারের কথা ।

কাকতালীয়ভাবে দু'জনেই গুজরাতি । একজন বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি । অপর জন অপরিচিত এক যুবক । প্রফুল্ল বিলোর । তিনি অবশ্য গেরুয়া দলের হয়ে নয়, আজ প্রচার করতে উৎসাহী মোদির অন্যতম বিরোধী আম আদমি পার্টির হয়ে ।

কারণ, তিনি ভালোবাসেন, বিশ্বাস করেন, সম্মান করেন দিল্লির মুখ্যমন্ত্রীকে । নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর ততোটা ভরসা নেই যতোটা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের প্রতি ।

গরম চা কাপে ঢালতে ঢালতে অবলীলায় কথাগুলো বলে চললেন প্রফুল্ল বিলোর । কেজরির প্রতি তাঁর শ্রদ্ধা এতটাই যে দিল্লির বিধানসভা নির্বাচনে কিছু করতে চান । পাশে থাকতে চান, প্রতি মুহূর্তে নিজের সাধ্য মতো সাহায্য করতে চান । আর এই সাহায্য করার মূল প্রেরণাটি অবশ্য তিনি নিয়েছেন আর এক গুজরাতির কাছ থেকে । সময়ের নিরিখে যিনি আজ দেশের প্রধানমন্ত্রী ।

প্রফুল্ল নিজের রাজ্য ছেড়ে দিল্লিতে এসে আম আদমি পার্টির সদর দপ্তরের সামনে খুলেছেন চায়ের দোকান । উদ্দেশ্য চা বানিয়ে AAP কর্মী-সমর্থকদের খাওয়াবেন । সঙ্গে সাধ্যমতো প্রচারও করবেন ।

কিন্তু কেন এত ভালোবাসা ? নিজ মুখেই সেকথা গড়গড়িয়ে বলে চললেন এই যুবক । কেজরির হাত ধরে দিল্লির নিরাপত্তা অনেক আঁটোসাঁটো হয়েছে । CCTV-তে গোটা এলাকা মুরেছে, নারী সুরক্ষা অনেকটা ভালো হয়েছে, চাকরির বন্দোবস্ত হয়েছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে । একই সঙ্গে শিক্ষার প্রসার হয়েছে, চাকরির সুযোগ বেড়েছে । বিলোরের বিশ্বাস এই সবই হয়েছে আম আদমি পার্টির সদিচ্ছায়, তাদের উৎসাহে । তাঁর আরও বিশ্বাস এই ভাবে কাজ করলে তাঁর মতো শিক্ষিতদেরও আর বসে থাকতে হবে না চাকরির অপেক্ষায় । দিল্লি যাতে আরও শীর্ষে ওঠে এবং গোটা দেশকে পথ দেখায়, এই আশা নিয়েই বিলোরের পাড়ি দেওয়া দিল্লির উদ্দেশে । একইসঙ্গে তিনি মনে করেন, আম আদমি পার্টির দেখানো পথে চললে গোটা দেশের উন্নতি হবে, উন্নতি হবে সমাজেরও । আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ের সামনে প্রফুল্লর চায়ের দোকান উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ।

পেশায় চা বিক্রেতা হলেও সমাজসেবা কিন্তু বিলোরের নেশা । এর আগে কেরালার বন্যা বিধ্বস্ত এলাকার জন্য সাহায্যের হাত বাড়াতেও দু'বার ভাবতে দেখা যায়নি এই যুবককে । তিল তিল করে জমানো দেড় লাখ টাকা কেরালার জন্য এক ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন ।

Intro:चाय की सियासत से भी अब आम आदमी पार्टी भी जुड़ गई है. आम आदमी पार्टी मुख्यालय में एक एमबीए चायवाला न सिर्फ फ्री चाय पिला रहा है, बल्कि अरविंद केजरीवाल की योजनाओं का प्रचार भी कर रहा है.


Body:नई दिल्ली: आम आदमी पार्टी मुख्यालय में चाय का एक स्टॉल खुला है. पार्टी के राज्यसभा सांसद संजय सिंह ने चाय की चुस्की के साथ इस स्टॉल का उद्घाटन किया. यह स्टॉल चाय के अन्य स्टॉल्स से कुछ अलग है.

चाय के जरिए चुनावी प्रचार

इस चाय के स्टॉल पर चाय तो बनती दिख रही है, लोग भी चाय पीते दिख रहे हैं, लेकिन स्टॉल पर जो तस्वीरें लगी हैं, वो आम आदमी पार्टी, अरविंद केजरीवाल और केजरीवाल सरकार की योजनाओं से जुड़ी हैं. स्टॉल लगाने वाला युवक गुजरात से चलकर अरविंद केजरीवाल के लिए इस चाय स्टॉल के जरिए प्रचार करने दिल्ली आया है.

केजरीवाल के कार्यों से प्रभावित

स्टॉल के बारे में जानकारी लेने और इसके पीछे का उद्देश्य जानने के लिए ईटीवी भारत ने इसे लगाने वाले से बातचीत की. उन्होंने बताया कि उनका नाम प्रफुल्ल बिल्लोर है, अहमदाबाद से चलकर यहां आए हैं और व्यक्तिगत रूप से केजरीवाल सरकार के कामों से प्रभावित हैं. प्रफुल्ल ने बताया कि शिक्षा, सड़क, सुरक्षा, सीसीटीवी आदि क्षेत्रों में अरविंद केजरीवाल ने जो काम किया है, उससे वे प्रभावित हैं और अब उनके लिए कुछ करना चाहते हैं.

एमबीए चाय वाले के रूप में पहचान

प्रफुल्ल ने बताया कि वे चाय बनाते हैं और एमबीए चाय वाले के रूप में दुनिया भर में उनकी पहचान है और इसीलिए अपने चाय के स्टॉल के सहारे यहां तक पहुंच गए हैं. उन्होंने कहा कि चाय वह माध्यम है, जिससे लोग प्रभावित होते हैं और हमारी बात सुनते हैं. उन्होंने यह भी कहा कि वे फ्री ऑफ कॉस्ट चाय पिला रहे हैं.

संजय सिंह ने किया उद्घाटन

प्रफुल्ल बिल्लोर का का उद्देश्य है कि वे दिल्ली के दो करोड़ लोगों में से ज्यादा से ज्यादा तक पहुंच सकें और उन्हें चाय पिलाते हुए केजरीवाल सरकार की योजनाओं का प्रचार कर सकें. आज आम आदमी पार्टी मुख्यालय में पार्टी के राज्यसभा सांसद संजय सिंह ने उनकी चाय की चुस्की ली और इस तरह से आज इस एमबीए चाय वाले के स्टॉल का उद्घाटन हुआ.


Conclusion:10 लाख कप चाय पिला चुके हैं

अपने इस काम के बारे में और जानकरी देते हुए प्रफुल्ल ने बताया कि वे अब तक 10 लाख कप चाय लोगों को पिला चुके हैं. केरल में बाढ़ के समय उन्होंने इस चाय स्टॉल के जरिए डेढ़ लाख रुपए जुटाए थे और डोनेट किया था. देश ही नहीं विदेशों में भी वे चाय का स्टॉल लगाने के लिए जाते हैं और अब चुनाव तक अरविंद केजरीवाल के लिए इसके जरिए प्रचार करेंगे. उन्होंने यह भी कहा कि कोई भी मुझे बुला सकता है, वो चाहे प्रधानमंत्री मोदी ही क्यों ना हों.
Last Updated : Jan 24, 2020, 12:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.