ETV Bharat / bharat

কোরোনা সন্দেহে দিল্লি বিমানবন্দরে আটক এক - COVID-19

ব্যাঙ্কক-দিল্লিগামী স্পাইসজেটের বিমানে কোরোনা আক্রান্ত সন্দেহে আটক করা হয় এক ব্যক্তিকে ৷ অন্যদিকে ভিয়েতনামে 15 জন ‘COVID-19’ বা কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 10 হাজার ব্যক্তিকে আলাদা করে চিকিৎসকের বিশেষ নজরদারীতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

spice jet flight
স্পাইসজেটের বিমানে কোরোনা আক্রান্ত সন্দেহে আটক এক ব্যক্তি
author img

By

Published : Feb 13, 2020, 3:35 PM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি: ব্যাঙ্কক-দিল্লিগামী বিমানে কোরোনা আক্রান্ত সন্দেহে আটক করা হল এক ব্যক্তিকে ৷ বেসরকারী বিমানসংস্থা স্পাইসজেটের তরফে জানানো হয়, তাদের SG-88 বিমানের 32F সিটের যাত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয় ৷

দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণের পর এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন (APHO) সেই যাত্রীকে বাকিদের থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় ৷

অন্যদিকে ভিয়েতনামে 15 জন ‘COVID-19’ বা কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 10 হাজার ব্যক্তিকে আলাদা করে চিকিৎসকের বিশেষ নজরদারীতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘আক্রান্ত 15 জনের মধ্যে 5 জন সন লুই অঞ্চলের বাসিন্দা ৷ যাতে এই ভাইরাস বাকিদের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য ওই অঞ্চলের 10 হাজার বাসিন্দাকে দ্রুত আলাদা করে রাখার ব্যবস্থা করছে সরকার ৷ তাদের 20 দিনের জন্য এই বিশেষ ক্যাম্পে রাখা হবে ৷’’

দিল্লি, 13 ফেব্রুয়ারি: ব্যাঙ্কক-দিল্লিগামী বিমানে কোরোনা আক্রান্ত সন্দেহে আটক করা হল এক ব্যক্তিকে ৷ বেসরকারী বিমানসংস্থা স্পাইসজেটের তরফে জানানো হয়, তাদের SG-88 বিমানের 32F সিটের যাত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয় ৷

দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণের পর এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন (APHO) সেই যাত্রীকে বাকিদের থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় ৷

অন্যদিকে ভিয়েতনামে 15 জন ‘COVID-19’ বা কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 10 হাজার ব্যক্তিকে আলাদা করে চিকিৎসকের বিশেষ নজরদারীতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘আক্রান্ত 15 জনের মধ্যে 5 জন সন লুই অঞ্চলের বাসিন্দা ৷ যাতে এই ভাইরাস বাকিদের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য ওই অঞ্চলের 10 হাজার বাসিন্দাকে দ্রুত আলাদা করে রাখার ব্যবস্থা করছে সরকার ৷ তাদের 20 দিনের জন্য এই বিশেষ ক্যাম্পে রাখা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.