ETV Bharat / bharat

ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে - gangrape

উন্নাওয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে ৷ আর এই ঘটনা সামনে আসতে আরও একবার প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি ৷ এর আগেও উন্নাও সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের BJP সরকারকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷

image
ফের ধর্ষণের অভিযোগ
author img

By

Published : Dec 27, 2019, 9:22 AM IST

ইটা, 27 ডিসেম্বর : ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ ৷ আবারও ধর্ষণের অভিযোগ ৷ উন্নাওয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ইটা জেলায়৷

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এক যুবতিকে ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

এই ঘটনা সামনে আসতে আরও একবার প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি ৷ এর আগে উন্নাও-সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের BJP সরকারকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷

ইটা, 27 ডিসেম্বর : ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ ৷ আবারও ধর্ষণের অভিযোগ ৷ উন্নাওয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ইটা জেলায়৷

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এক যুবতিকে ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

এই ঘটনা সামনে আসতে আরও একবার প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি ৷ এর আগে উন্নাও-সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের BJP সরকারকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷

New Delhi, Dec 27 (ANI): Rain Baseras in Delhi are jam packed as mercury is dipping in Delhi-NCR. Temperature has decreased to less than 6 degree Celsius. Homeless are getting relief in night shelters with warm quilts. Temperature is further expected to dip to as low as 4 degree Celsius this week, predicts India Meteorological Department.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.