দিল্লি, 7 জানুয়ারি : JNU ঘটনায় চার সদস্যের তথ্যতালাশ কমিটি গঠন করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ আজ কংগ্রেসের কার্যালয়ে বৈঠকে বসতে চলেছে এই কমিটি ৷ এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেত্রী ও অধ্যাপিকা হামলার ঘটনায় তদন্ত করতে ক্যাম্পাসে পৌঁছেছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা ৷
গত 5 জানুয়ারি সন্ধ্যা 6.30 মিনিটে প্রায় 50 জন মুখোশ পরা দুষ্কৃতী ক্যাম্পাসে ঢোকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । লাঠি হাতে দুষ্কৃতীরা ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয় । তারা কারা, কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকল, প্রশ্ন করতে থাকে পড়ুয়াদের একাংশ । সাহায্যের জন্য অধ্যাপকদের উদ্দেশ্যে তাঁরা চিৎকার করেন । পড়ুয়াদের রক্ষা করতে এসে আক্রান্ত হন অধ্যাপক-অধ্যাপিকারা । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । তাঁর মাথায় চোট লাগে । তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় । যদিও এই ঘটনায় FIR দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশ ৷ এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ ওঠে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল ।'
ঘটনার তীব্র নিন্দা করেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ৷ রাহুল বলেন, ক্যাম্পাসে ফ্যাসিস্তরা আক্রমণ চালিয়েছে ৷ ছাত্রদের সাহসী কণ্ঠকে ভয় পাচ্ছে সেই শক্তি, টুইটে রাহুল লেখেন এমনই ৷