ETV Bharat / bharat

JNU হামলায় চার সদস্যের কমিটি গঠন সোনিয়ার

JNU হামলায় সরব কংগ্রেস ৷

JNU হামলায় চার সদস্যের কমিটি গঠন সোনিয়ার
JNU হামলায় চার সদস্যের কমিটি গঠন সোনিয়ার
author img

By

Published : Jan 7, 2020, 12:29 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : JNU ঘটনায় চার সদস্যের তথ্যতালাশ কমিটি গঠন করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ আজ কংগ্রেসের কার্যালয়ে বৈঠকে বসতে চলেছে এই কমিটি ৷ এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেত্রী ও অধ্যাপিকা হামলার ঘটনায় তদন্ত করতে ক্যাম্পাসে পৌঁছেছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা ৷

গত 5 জানুয়ারি সন্ধ্যা 6.30 মিনিটে প্রায় 50 জন মুখোশ পরা দুষ্কৃতী ক্যাম্পাসে ঢোকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । লাঠি হাতে দুষ্কৃতীরা ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয় । তারা কারা, কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকল, প্রশ্ন করতে থাকে পড়ুয়াদের একাংশ । সাহায্যের জন্য অধ্যাপকদের উদ্দেশ্যে তাঁরা চিৎকার করেন । পড়ুয়াদের রক্ষা করতে এসে আক্রান্ত হন অধ্যাপক-অধ্যাপিকারা । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । তাঁর মাথায় চোট লাগে । তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় । যদিও এই ঘটনায় FIR দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশ ৷ এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ ওঠে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল ।'

ঘটনার তীব্র নিন্দা করেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ৷ রাহুল বলেন, ক্যাম্পাসে ফ্যাসিস্তরা আক্রমণ চালিয়েছে ৷ ছাত্রদের সাহসী কণ্ঠকে ভয় পাচ্ছে সেই শক্তি, টুইটে রাহুল লেখেন এমনই ৷

দিল্লি, 7 জানুয়ারি : JNU ঘটনায় চার সদস্যের তথ্যতালাশ কমিটি গঠন করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ আজ কংগ্রেসের কার্যালয়ে বৈঠকে বসতে চলেছে এই কমিটি ৷ এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেত্রী ও অধ্যাপিকা হামলার ঘটনায় তদন্ত করতে ক্যাম্পাসে পৌঁছেছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা ৷

গত 5 জানুয়ারি সন্ধ্যা 6.30 মিনিটে প্রায় 50 জন মুখোশ পরা দুষ্কৃতী ক্যাম্পাসে ঢোকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । লাঠি হাতে দুষ্কৃতীরা ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয় । তারা কারা, কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকল, প্রশ্ন করতে থাকে পড়ুয়াদের একাংশ । সাহায্যের জন্য অধ্যাপকদের উদ্দেশ্যে তাঁরা চিৎকার করেন । পড়ুয়াদের রক্ষা করতে এসে আক্রান্ত হন অধ্যাপক-অধ্যাপিকারা । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । তাঁর মাথায় চোট লাগে । তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় । যদিও এই ঘটনায় FIR দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশ ৷ এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ ওঠে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল ।'

ঘটনার তীব্র নিন্দা করেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ৷ রাহুল বলেন, ক্যাম্পাসে ফ্যাসিস্তরা আক্রমণ চালিয়েছে ৷ ছাত্রদের সাহসী কণ্ঠকে ভয় পাচ্ছে সেই শক্তি, টুইটে রাহুল লেখেন এমনই ৷

Bijnor (Uttar Pradesh), Jan 07 (ANI): A leopard was allegedly shot dead by villagers after it killed a child. The incident happened in UP's Bijnor on Jan 06. District Magistrate of Bijnor, Ramakant Pandey said, "Leopard was frequently attacking humans and had turned into man eater. Its carcass has been sent for post mortem. Child's family will be given an ex gratia of Rs 5 lakhs."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.