ETV Bharat / bharat

নির্ভয়া কাণ্ড : অনির্দিষ্টকালের জন্য ফাঁসিতে স্থগিতাদেশ - delhi

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 31, 2020, 5:40 PM IST

Updated : Jan 31, 2020, 9:18 PM IST

17:38 January 31

নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিতে স্থগিতাদেশ ৷

দিল্লি, 31 জানুয়ারি : শেষ পর্যন্ত জল্পনায় সত্যি হল ৷ স্থগিতাদেশ দেওয়া হল নির্ভয়া কাণ্ডে চার দোষীদের ফাঁসিতে ৷ পাটিয়ালা হাউজ় কোর্ট আজ ফাঁসির উপর এই স্থগিতাদেশ জারি করল ৷

দোষীদের তরফের আইনজীবী এ পি সিং জানান, অনির্দিষ্টকালের জন্য পিছল ফাঁসি ৷ আদালতের তরফে মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে ৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না ৷ এখন অনেক আবেদন পড়ে আছে ৷

অন্যদিকে, এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্ভয়ার পরিবারের পক্ষের আইনজীবী সীমা কুশওয়াহা ৷ তিনি জানান, একজনের আবেদনের রায় এখনও আসেনি ৷ কিন্তু, বাকি তিনজনের ফাঁসি দেওয়া যেত ৷ ফাঁসিতে স্থগিতাদেশ দিয়েছে, বাতিল করেনি ৷ তাই ফাঁসি তো হবেই ৷

আদালতের এই রায়ে হতাশ নির্ভয়ার মা আশাদেবী ৷ তিনি বলেন, "তারিখ পিছিয়েছে বলে আমার দুঃখ নেই ৷ তবে, ওই চারজনের আইনজীবী আমাকে আদালতের ভিতর চ্যালেঞ্জ করে বলেন, তাদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য হবে না ৷ দিল্লি সরকার, কেন্দ্র সরকার শুনুক ৷ যদি ফাঁসি পিছনোরই ছিল তো, সারাদিন সময় নেওয়ার কী ছিল ৷ এরপরও আমি লড়ব ৷ সরকারকে তাদের ফাঁসি দিতে হবে ৷ নাহলে বলতে হবে মানুষকে শান্ত করার জন্য, বোকা বানানোর জন্য ফাঁসির ঘোষণা করা হয়েছিল ৷"

17:38 January 31

নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিতে স্থগিতাদেশ ৷

দিল্লি, 31 জানুয়ারি : শেষ পর্যন্ত জল্পনায় সত্যি হল ৷ স্থগিতাদেশ দেওয়া হল নির্ভয়া কাণ্ডে চার দোষীদের ফাঁসিতে ৷ পাটিয়ালা হাউজ় কোর্ট আজ ফাঁসির উপর এই স্থগিতাদেশ জারি করল ৷

দোষীদের তরফের আইনজীবী এ পি সিং জানান, অনির্দিষ্টকালের জন্য পিছল ফাঁসি ৷ আদালতের তরফে মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে ৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না ৷ এখন অনেক আবেদন পড়ে আছে ৷

অন্যদিকে, এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্ভয়ার পরিবারের পক্ষের আইনজীবী সীমা কুশওয়াহা ৷ তিনি জানান, একজনের আবেদনের রায় এখনও আসেনি ৷ কিন্তু, বাকি তিনজনের ফাঁসি দেওয়া যেত ৷ ফাঁসিতে স্থগিতাদেশ দিয়েছে, বাতিল করেনি ৷ তাই ফাঁসি তো হবেই ৷

আদালতের এই রায়ে হতাশ নির্ভয়ার মা আশাদেবী ৷ তিনি বলেন, "তারিখ পিছিয়েছে বলে আমার দুঃখ নেই ৷ তবে, ওই চারজনের আইনজীবী আমাকে আদালতের ভিতর চ্যালেঞ্জ করে বলেন, তাদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য হবে না ৷ দিল্লি সরকার, কেন্দ্র সরকার শুনুক ৷ যদি ফাঁসি পিছনোরই ছিল তো, সারাদিন সময় নেওয়ার কী ছিল ৷ এরপরও আমি লড়ব ৷ সরকারকে তাদের ফাঁসি দিতে হবে ৷ নাহলে বলতে হবে মানুষকে শান্ত করার জন্য, বোকা বানানোর জন্য ফাঁসির ঘোষণা করা হয়েছিল ৷"

New Delhi, Jan 31 (ANI): Speaking on Jamia firing where miscreant shot at student during anti-CAA protest, Congress leader Shashi Tharoor asserted that government is responsible for creating climate of hatred."This government is also responsible for creating a climate of hatred in which people feel that they are empowered to fire guns at peaceful protesters. It is really shocking and very disappointing. Certainly, the police should take action," said Shashi Tharoor.
Last Updated : Jan 31, 2020, 9:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.