ETV Bharat / bharat

1 ফেব্রুয়ারি নির্ভয়া দোষীদের ফাঁসি

ছবি
ছবি
author img

By

Published : Jan 17, 2020, 4:50 PM IST

Updated : Jan 17, 2020, 5:35 PM IST

16:48 January 17

22 জানুয়ারি নয়, 1 ফেব্রুয়ারি ভোর ছ'টায় ফাঁসি হচ্ছে নির্ভয়ার অপরাধীদের ।

দিল্লি, 17 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি নির্ভয়া দোষীদের ফাঁসি । ভোর ছ'টায় ফাঁঁসি দেওয়া হবে তাদের । আজই নির্ভয়ার অপরাধী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তারপর দিল্লি কোর্ট ফাঁসির নতুন দিন ঘোষণা করল । 

14 জানুয়ারি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । আজ তা খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । আইন অনুযায়ী প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর দোষীদের মোট 14 দিন সময় দেওয়া হয় । সেই অনুযায়ী 1 ফেব্রুয়ারি ফাঁসি হবে । 

7 জানুয়ারি নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । ফাঁসি হওয়ার কথা ছিল 22 জানুয়ারি সকাল 7টায় । এরপর  বিনয় শর্মা ও মুকেশ সিং কিউরেটিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে । 14 জানুয়ারি বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিমান, বিচারপতি আর বানুমথি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে যায় । আজ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও খারিজ হল। 

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা-মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে ছয় দুষ্কৃতী । তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনায় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ।

16:48 January 17

22 জানুয়ারি নয়, 1 ফেব্রুয়ারি ভোর ছ'টায় ফাঁসি হচ্ছে নির্ভয়ার অপরাধীদের ।

দিল্লি, 17 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি নির্ভয়া দোষীদের ফাঁসি । ভোর ছ'টায় ফাঁঁসি দেওয়া হবে তাদের । আজই নির্ভয়ার অপরাধী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তারপর দিল্লি কোর্ট ফাঁসির নতুন দিন ঘোষণা করল । 

14 জানুয়ারি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । আজ তা খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । আইন অনুযায়ী প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর দোষীদের মোট 14 দিন সময় দেওয়া হয় । সেই অনুযায়ী 1 ফেব্রুয়ারি ফাঁসি হবে । 

7 জানুয়ারি নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । ফাঁসি হওয়ার কথা ছিল 22 জানুয়ারি সকাল 7টায় । এরপর  বিনয় শর্মা ও মুকেশ সিং কিউরেটিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে । 14 জানুয়ারি বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিমান, বিচারপতি আর বানুমথি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে যায় । আজ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও খারিজ হল। 

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা-মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে ছয় দুষ্কৃতী । তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনায় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ।

New Delhi, Jan 17 (ANI): People staged protest against Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) at Jama Masjid on January 17. Bhim Army chief Chandrashekhar Azad joined them. He was released from Tihar Jail on January 16. Delhi court granted him bail directing him not to hold protest in Delhi till February 16. Chandrashekhar was accused of inciting protestors.
Last Updated : Jan 17, 2020, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.