ETV Bharat / bharat

শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিল্লি কোর্টের - Shashi tharoor latest news

গত অক্টোবরে শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল দিল্লির এক কোর্টে ৷ গতকাল ছিল সেই মামলার শুনানি ৷ শুনানির সময় শশী থারুর বা তাঁর পরামর্শদাতা আইনজীবি কেউই আদালতে উপস্থিত ছিলেন না ৷ এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে 5000 টাকার বন্ডে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় থারুরের বিরুদ্ধে ৷

শশী থারুরের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় পরোয়ানা দিল্লি কোর্টের
author img

By

Published : Nov 12, 2019, 3:13 PM IST

দিল্লি, 12 নভেম্বর : শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির এক আদালত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ এই মন্তব্যের জেরে মানহানির মামলা করা হয় থারুরের বিরুদ্ধে ৷ গতকাল আদালতে এই মামলার শুনানি ছিল ৷ শুনানির সময়ে আদালতে হাজির না থাকার কারণে গতকাল জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শশী থারুরের বিরুদ্ধে ৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নবীন কুমার কাশ্যপ এই পরোয়ানা জারি করেন ৷

  • Delhi's Rouse Avenue Court issues bailable warrant against Congress MP Shashi Tharoor after he did not appear in a defamation case. The case was filed by BJP leader Rajeev Babbar over Tharoor's alleged 'scorpion on Shivling' remark on PM Modi. (file pic) pic.twitter.com/mZWibWqzF2

    — ANI (@ANI) November 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদালতের নোটিশে বলা হয়, "অভিযুক্ত বা তাঁর পরামর্শদাতা আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না আদালতে ৷ এই পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে 5000 টাকার বন্ডে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল ৷" থারুরের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন BJP নেতা রাজীব বব্বর ৷ আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধেও 500 টাকা জরিমানা করে আদালত ৷

নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তিনি বলেছিলেন, "নরেন্দ্র মোদি হলেন শিবলিঙ্গের উপর বসে থাকা এক কাঁকড়বিছের মতো ৷ আপনি নিজের হাতে সরাতেও পারবেন না ৷ চপ্পল দিয়ে মারতেও পারবেন না ৷"

গত অক্টোবরে শশী থারুর একটি প্রবন্ধে RSS নেতার সেই মন্তব্যকে হাতিয়ার করে মোদিকে আক্রমণ করেন, " আপনি যদি কাঁকড়া বিছে ধরতে যান, সে আপনাকে হুল ফোটাবে ৷ কিন্তু আপনি যদি চপ্পল দিয়ে মারতে যান তবে সমস্ত পবিত্র মতবাদ আপনাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসবে ৷ হিন্দুত্ববাদ আর মোদিত্ববাদের মধ্যে এই সম্পর্কের টানাপোড়েন বেশ জটিল ৷"

শশী থারুরের এই টিপ্পনির পরই রাজ বব্বর তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের করেন দিল্লির এক আদালতে ৷

দিল্লি, 12 নভেম্বর : শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির এক আদালত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ এই মন্তব্যের জেরে মানহানির মামলা করা হয় থারুরের বিরুদ্ধে ৷ গতকাল আদালতে এই মামলার শুনানি ছিল ৷ শুনানির সময়ে আদালতে হাজির না থাকার কারণে গতকাল জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শশী থারুরের বিরুদ্ধে ৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নবীন কুমার কাশ্যপ এই পরোয়ানা জারি করেন ৷

  • Delhi's Rouse Avenue Court issues bailable warrant against Congress MP Shashi Tharoor after he did not appear in a defamation case. The case was filed by BJP leader Rajeev Babbar over Tharoor's alleged 'scorpion on Shivling' remark on PM Modi. (file pic) pic.twitter.com/mZWibWqzF2

    — ANI (@ANI) November 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদালতের নোটিশে বলা হয়, "অভিযুক্ত বা তাঁর পরামর্শদাতা আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না আদালতে ৷ এই পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে 5000 টাকার বন্ডে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল ৷" থারুরের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন BJP নেতা রাজীব বব্বর ৷ আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধেও 500 টাকা জরিমানা করে আদালত ৷

নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তিনি বলেছিলেন, "নরেন্দ্র মোদি হলেন শিবলিঙ্গের উপর বসে থাকা এক কাঁকড়বিছের মতো ৷ আপনি নিজের হাতে সরাতেও পারবেন না ৷ চপ্পল দিয়ে মারতেও পারবেন না ৷"

গত অক্টোবরে শশী থারুর একটি প্রবন্ধে RSS নেতার সেই মন্তব্যকে হাতিয়ার করে মোদিকে আক্রমণ করেন, " আপনি যদি কাঁকড়া বিছে ধরতে যান, সে আপনাকে হুল ফোটাবে ৷ কিন্তু আপনি যদি চপ্পল দিয়ে মারতে যান তবে সমস্ত পবিত্র মতবাদ আপনাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসবে ৷ হিন্দুত্ববাদ আর মোদিত্ববাদের মধ্যে এই সম্পর্কের টানাপোড়েন বেশ জটিল ৷"

শশী থারুরের এই টিপ্পনির পরই রাজ বব্বর তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের করেন দিল্লির এক আদালতে ৷

New Delhi, Nov 12 (ANI): Devotees thronged to Gurudwara Bangla Sahib on occasion of 'Guru Purab' on Nov 12. Meanwhile, Union Finance Minister Nirmala Sitharaman also visited the Gurudwara on the auspicious occasion. The whole nation is celebrating the 550th birth anniversary of founder of Sikhism Guru Nanak Dev today.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.