দিল্লি, 12 নভেম্বর : শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির এক আদালত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ এই মন্তব্যের জেরে মানহানির মামলা করা হয় থারুরের বিরুদ্ধে ৷ গতকাল আদালতে এই মামলার শুনানি ছিল ৷ শুনানির সময়ে আদালতে হাজির না থাকার কারণে গতকাল জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শশী থারুরের বিরুদ্ধে ৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নবীন কুমার কাশ্যপ এই পরোয়ানা জারি করেন ৷
-
Delhi's Rouse Avenue Court issues bailable warrant against Congress MP Shashi Tharoor after he did not appear in a defamation case. The case was filed by BJP leader Rajeev Babbar over Tharoor's alleged 'scorpion on Shivling' remark on PM Modi. (file pic) pic.twitter.com/mZWibWqzF2
— ANI (@ANI) November 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi's Rouse Avenue Court issues bailable warrant against Congress MP Shashi Tharoor after he did not appear in a defamation case. The case was filed by BJP leader Rajeev Babbar over Tharoor's alleged 'scorpion on Shivling' remark on PM Modi. (file pic) pic.twitter.com/mZWibWqzF2
— ANI (@ANI) November 12, 2019Delhi's Rouse Avenue Court issues bailable warrant against Congress MP Shashi Tharoor after he did not appear in a defamation case. The case was filed by BJP leader Rajeev Babbar over Tharoor's alleged 'scorpion on Shivling' remark on PM Modi. (file pic) pic.twitter.com/mZWibWqzF2
— ANI (@ANI) November 12, 2019
আদালতের নোটিশে বলা হয়, "অভিযুক্ত বা তাঁর পরামর্শদাতা আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না আদালতে ৷ এই পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে 5000 টাকার বন্ডে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল ৷" থারুরের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন BJP নেতা রাজীব বব্বর ৷ আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধেও 500 টাকা জরিমানা করে আদালত ৷
নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তিনি বলেছিলেন, "নরেন্দ্র মোদি হলেন শিবলিঙ্গের উপর বসে থাকা এক কাঁকড়বিছের মতো ৷ আপনি নিজের হাতে সরাতেও পারবেন না ৷ চপ্পল দিয়ে মারতেও পারবেন না ৷"
গত অক্টোবরে শশী থারুর একটি প্রবন্ধে RSS নেতার সেই মন্তব্যকে হাতিয়ার করে মোদিকে আক্রমণ করেন, " আপনি যদি কাঁকড়া বিছে ধরতে যান, সে আপনাকে হুল ফোটাবে ৷ কিন্তু আপনি যদি চপ্পল দিয়ে মারতে যান তবে সমস্ত পবিত্র মতবাদ আপনাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসবে ৷ হিন্দুত্ববাদ আর মোদিত্ববাদের মধ্যে এই সম্পর্কের টানাপোড়েন বেশ জটিল ৷"
শশী থারুরের এই টিপ্পনির পরই রাজ বব্বর তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের করেন দিল্লির এক আদালতে ৷