ETV Bharat / bharat

কাশ্মীর ইশুতে মোদির সঙ্গে সাক্ষাৎ EU প্রতিনিধিদলের - european union met narendra modi

370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷

370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷
author img

By

Published : Oct 28, 2019, 2:53 PM IST

Updated : Oct 28, 2019, 8:14 PM IST

দিল্লি , 28 অক্টোবর : আজই সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে সকালেই ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করল প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ এই সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন ৷

জানা যাচ্ছে, ওই প্রতিনিধি দলের সঙ্গে কাশ্মীর ইশু নিয়ে আলোচনা করেছেন মোদি ৷ আলোচনায় উঠে এসেছে 370 ধারা রদের পর কাশ্মীরের পরিস্থিতি সংক্রান্ত বিষয়গুলি ৷ ওই প্রতিনিধিদল আগামীকাল কাশ্মীর সফরে যেতে পারে, কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এমনই ৷

28 সদস্যের প্রতিনিধি দল আজ বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ 370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷

সেনেটর ক্রিস ভ্যান হোলেন জানিয়েছিলেন, ''আমি নিজে কাশ্মীর যেতে চেয়েছিলাম ৷ কিন্তু ভারত সরকার অনুমতি দেয়নি ৷ কাশ্মীর যাওয়ার এটা সঠিক সময় নয়, বলা হয়েছে এমনই ৷ ''

চলতি মাসের শুরুতেই পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু হয় উপত্যকায় ৷ পর্যটকদেরও বেড়ানোর অনুমতি মেলে ৷ মনে করা হচ্ছে, উপত্যকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেই কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে সেখানে যেতে অনুমতি দেওয়া হচ্ছে ৷

দিল্লি , 28 অক্টোবর : আজই সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে সকালেই ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করল প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ এই সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন ৷

জানা যাচ্ছে, ওই প্রতিনিধি দলের সঙ্গে কাশ্মীর ইশু নিয়ে আলোচনা করেছেন মোদি ৷ আলোচনায় উঠে এসেছে 370 ধারা রদের পর কাশ্মীরের পরিস্থিতি সংক্রান্ত বিষয়গুলি ৷ ওই প্রতিনিধিদল আগামীকাল কাশ্মীর সফরে যেতে পারে, কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এমনই ৷

28 সদস্যের প্রতিনিধি দল আজ বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ 370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷

সেনেটর ক্রিস ভ্যান হোলেন জানিয়েছিলেন, ''আমি নিজে কাশ্মীর যেতে চেয়েছিলাম ৷ কিন্তু ভারত সরকার অনুমতি দেয়নি ৷ কাশ্মীর যাওয়ার এটা সঠিক সময় নয়, বলা হয়েছে এমনই ৷ ''

চলতি মাসের শুরুতেই পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু হয় উপত্যকায় ৷ পর্যটকদেরও বেড়ানোর অনুমতি মেলে ৷ মনে করা হচ্ছে, উপত্যকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেই কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে সেখানে যেতে অনুমতি দেওয়া হচ্ছে ৷

Mumbai, Oct 28 (ANI): Shiv Sena leader Diwakar Raote reached at Maharashtra's Governor Bhagat Singh Koshyari house in Mumbai. However, he said that no political discussion held between them. "I was here to wish him (Governor) Diwali only," Diwakar Raote further added.
Last Updated : Oct 28, 2019, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.