দ্রাস, 26 জুলাই : কারগিল বিজয় দিবসের 20 বছর পূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত ৷ তাঁর মন্তব্য, 1999 সালের মতো অনুপ্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের "নাক রক্তাক্ত" করে দেওয়া হবে ৷
আজ দ্রাসে সাংবাদিক বৈঠক করেন সেনা প্রধান ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, পাকিস্তানকে কী বার্তা দিতে চান ? জবাবে সেনা প্রধান বলেন, "ওটা একটা অসফল অভিযান ছিল ৷ সাধারণত সেটার পুনরাবৃত্তি হয় না ৷ কিন্তু, (ফের অনুপ্রবেশ করলে) তারা (পাকিস্তান) রক্তাক্ত নাক পাবে ৷"
তাঁর আশ্বাস, সেনার কড়া প্রহরায় দেশবাসী সুরক্ষিত রয়েছেন ৷ বলেন, "আমরা দেশবাসীকে বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ৷ কারণ দেশের সুরক্ষার জন্য যে কোনও দায়িত্ব প্রতিরক্ষা বিভাগকে দেওয়া হোক না কেন, তা যত কঠিনই হোক না কেন, আমরা তা সম্পন্ন করব ৷ আমাদের সেনারা সীমান্তে কড়া নজর রাখবে ও পাহারা দেবে৷ "
জেনেরাল রাওয়াত জানান, তৎকালীন প্রধানমন্ত্রী (অটল বিহারী বাজপেয়ি) জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন ৷ তিনি বলেন, "যখন তৎকালীন প্রধানমন্ত্রী ভারতীয় ফোর্সকে অনুপ্রবেশ আটকানোর কথা বলেছিলেন, সেই বিবৃতির কথা মনে পড়ছে ৷ সেনা অভিযান শুরুর আগেই তিনি বলেছিলেন, আমরা নিশ্চিত জয় আমাদেরই হবে ৷ আর বাহিনী তাঁকে হতাশ করেনি ৷"