ETV Bharat / bharat

একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত , ইট্যালিকে টপকে বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত - Italy

ফের নতুন রেকর্ড । একদিনে কোরোনা আক্রান্ত হলেন 9,887 । মৃত্যু হয়েছে 294 জনের । আক্রান্তের নিরিখে ইট্যালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত ।

Corona
ছবিটির প্রতীকী
author img

By

Published : Jun 6, 2020, 11:55 AM IST

Updated : Jun 6, 2020, 4:31 PM IST

দিল্লি , ৬ জুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হলেন 9,887 জন । একদিনে এটাই রেকর্ড আক্রান্ত । তার জেরে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 34 হাজার । যা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যায় ইট্যালিকে টপকে গেল ভারত । বর্তমানে বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত ।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুয়ায়ী , গত 24 ঘণ্টায় 294 জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 6642 । বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা এক ধাক্কায় গিয়ে পৌঁছাল 1 লাখ 15 হাজার 942-এ । সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 2 লাখ 34 হাজার । আজ এই সংখ্যাটাও ছাড়িয়ে গেল । কোরোনা আক্রান্তের সংখ্যায় ইট্যালিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এল ভারত । যা অত্যন্ত উদ্বেগজনক ।

দেশের মধ্যে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রে । সেখানে আক্রান্তের সংখ্যা মোট 80 হাজার 229 জন । অন্যদিকে , তামিলনাড়ুতে মোট কোরোনায় আক্রান্ত 28 হাজার 694 জন । যেখানে দিল্লিতে আক্রান্ত 26 হাজার 334 জন ।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হচ্ছে । বাড়ছে মৃত্যুও । তবে তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা । এখনও পর্যন্ত কোরোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 14 হাজার 73 জন ।

দিল্লি , ৬ জুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হলেন 9,887 জন । একদিনে এটাই রেকর্ড আক্রান্ত । তার জেরে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 34 হাজার । যা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যায় ইট্যালিকে টপকে গেল ভারত । বর্তমানে বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত ।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুয়ায়ী , গত 24 ঘণ্টায় 294 জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 6642 । বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা এক ধাক্কায় গিয়ে পৌঁছাল 1 লাখ 15 হাজার 942-এ । সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 2 লাখ 34 হাজার । আজ এই সংখ্যাটাও ছাড়িয়ে গেল । কোরোনা আক্রান্তের সংখ্যায় ইট্যালিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এল ভারত । যা অত্যন্ত উদ্বেগজনক ।

দেশের মধ্যে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রে । সেখানে আক্রান্তের সংখ্যা মোট 80 হাজার 229 জন । অন্যদিকে , তামিলনাড়ুতে মোট কোরোনায় আক্রান্ত 28 হাজার 694 জন । যেখানে দিল্লিতে আক্রান্ত 26 হাজার 334 জন ।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হচ্ছে । বাড়ছে মৃত্যুও । তবে তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা । এখনও পর্যন্ত কোরোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 14 হাজার 73 জন ।

Last Updated : Jun 6, 2020, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.