ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে 946 জনকে পুলিশ মেডেল দেওয়া হবে

author img

By

Published : Jan 25, 2021, 9:47 PM IST

72 তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের এই পুরস্কারে সম্মতি প্রদান করেছেন ৷ মঙ্গলবার তাঁদের এই মেডেল দেওয়া হবে ৷

946-personnel-selected-for-police-medals-on-r-day
সাধারণতন্ত্র দিবসে দেশ জুড়ে আধাসেনা ও পুলিশ কর্মীদের গ্য়ালেন্টারি সম্মান কেন্দ্রের

দিল্লি, 25 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে 946 জনকে পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷ সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের একজন এবং সিআরপিএফের একজন এএসআই-কে প্রেসিডেন্ট'স পুলিশ মেডেল ফর গ্য়ালান্টারি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ ঝাড়খণ্ড পুলিশের এএসআই বানুয়া ওরাওঁ এবং সিআর পিএফের এসএসআই মোহন লালকে এই পিপিজিএম পুরস্কার দেওয়া হবে ৷


72 তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের এই পুরস্কারে সম্মতি দিয়েছেন ৷ মোট 205 জন অফিসারকে এই পিপিজিএম বা পুলিশ গ্য়ালান্টারি মেডেল দেওয়া হবে এবছর সাধারণতন্ত্র দিবসে ৷ যার মধ্য়ে 650টি মেডেল পুলিশের মেধা পরিষেবার জন্য় প্রদান করা হবে ৷ অন্য়দিকে, 137 জন জওয়ানকে তাঁদের সাহসিকতার জন্য় গ্য়ালান্টারি সম্মান দেওয়া হবে ৷ পাশাপাশি ইন্দো তিব্বত বর্ডার পুলিশের 17 জন জওয়ানকে পুলিশ সার্ভিস মেডেল দেওয়া হবে ৷

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার প্যারেডে প্রথম মহিলা পাইলট ভাবনা

অন্য়দিকে, সিআরপিএফের 68 জন জওয়ান, জম্মু ও কাশ্মীরের 52 জন জওয়ান, বিএসএফের 20 জন জওয়ান, দিল্লি পুলিশের 17 জন এবং মহারাষ্ট্রের 13 জন পুলিশ কর্মীকে গ্য়ালান্টারি সম্মান দেওয়া হবে আগামীকাল ৷

দিল্লি, 25 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে 946 জনকে পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷ সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের একজন এবং সিআরপিএফের একজন এএসআই-কে প্রেসিডেন্ট'স পুলিশ মেডেল ফর গ্য়ালান্টারি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ ঝাড়খণ্ড পুলিশের এএসআই বানুয়া ওরাওঁ এবং সিআর পিএফের এসএসআই মোহন লালকে এই পিপিজিএম পুরস্কার দেওয়া হবে ৷


72 তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের এই পুরস্কারে সম্মতি দিয়েছেন ৷ মোট 205 জন অফিসারকে এই পিপিজিএম বা পুলিশ গ্য়ালান্টারি মেডেল দেওয়া হবে এবছর সাধারণতন্ত্র দিবসে ৷ যার মধ্য়ে 650টি মেডেল পুলিশের মেধা পরিষেবার জন্য় প্রদান করা হবে ৷ অন্য়দিকে, 137 জন জওয়ানকে তাঁদের সাহসিকতার জন্য় গ্য়ালান্টারি সম্মান দেওয়া হবে ৷ পাশাপাশি ইন্দো তিব্বত বর্ডার পুলিশের 17 জন জওয়ানকে পুলিশ সার্ভিস মেডেল দেওয়া হবে ৷

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার প্যারেডে প্রথম মহিলা পাইলট ভাবনা

অন্য়দিকে, সিআরপিএফের 68 জন জওয়ান, জম্মু ও কাশ্মীরের 52 জন জওয়ান, বিএসএফের 20 জন জওয়ান, দিল্লি পুলিশের 17 জন এবং মহারাষ্ট্রের 13 জন পুলিশ কর্মীকে গ্য়ালান্টারি সম্মান দেওয়া হবে আগামীকাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.