দিল্লি, 12 এপ্রিল: স্বাস্থ্যকর্মীরাই সামনে থেকে লড়াই করছেন। প্রতিনিয়ত কোরোনা আক্রান্তদের সংস্পর্শে আসছেন। ফলে, নিজের জীবন বিপন্ন করে যাঁরা এই লড়াই করছেন, কোরোনা আক্রান্ত হচ্ছেন তাঁরাও। এরাজ্যে সম্প্রতি হাওড়া হাসপাতালের সুপার কোরোনা সংক্রমণের শিকার হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, দেশের 90 জন চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা COVID-19-এ আক্রান্ত হয়েছেন, জানাল কেন্দ্র। অধিকাংশ ক্ষেত্রেই এরা COVID-19 পজি়টিভ রোগীর চিকিৎসা করতে গিয়েই সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর।
বর্তমান দিনরাত কোরোনা আক্রান্তদের সেবায় ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা। দেশের বড় অংশের চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা অনেকই হাসাপাতালের অস্থায়ী আবাসে থেকে সংক্রমিতদের চিকিৎসা করছেন। অন্যদিকে, দেশের অনেক হাসপাতালেই উন্নত মানের মাস্ক, গ্লাভস ও সুরক্ষা বলয়ের অভাব রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরইমধ্যে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর জানাল, দেশের 90 জন চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা COVID-19-আক্রান্ত।
এদিকে লকডাউনের 19তম দিনে বাড়ল আক্রান্তের সংখ্যাও। গত 24 ঘণ্টায় দেশে 918 জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 24 জনের। সব মিলিয়ে ভারতে কোরোনা আক্রান্ত হলেন 8, 447 জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 764 জন। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 273। একজন ভিনদেশি আক্রান্ত দেশে ফিরে গিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।