লখনউ, 25 নভেম্বর : উত্তরপ্রদেশের বান্দার তিনদোয়ারিতে বাস ও ট্রাকের সংঘর্ষ হল । দুর্ঘটনায় ন'জনের মৃত্যু হয়েছে । আহত আরও 15 জন ।
উত্তরপ্রদেশের তিনদোয়ারি থানা এলাকার সিমরি গ্রামের কাছে বান্দা বাস ডিপো রয়েছে । আজ বিকেলে এই ডিপো থেকে 50 জন যাত্রী নিয়ে ফতেহপুরের দিকে রওনা দিয়েছিল বাসটি । সেই সময় উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসের ।
দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ উড়ে যায় । ঘটনাস্থানেই 9 জনের মৃত্যু হয়েছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দা ট্রমা সেন্টারে ভরতি করেছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনাস্থানে গিয়েছেন জেলাশাসক, SP ও অন্য আধিকারিকরা । মৃতদেহগুলি সনাক্ত করার কাজ চলছে ।