ETV Bharat / bharat

পিলিভিটে বাস-গাড়ি সংঘর্ষে মৃত 9 - accident

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । তার মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে ।

Uttar Pradesh
উত্তরপ্রদেশে বাস-গাড়ির সংঘর্ষ
author img

By

Published : Oct 17, 2020, 10:22 AM IST

পিলিভিট, 17 অক্টোবর : উত্তরপ্রদেশের পিলিভিটে বাস ও বোলেরো গাড়ির সংঘর্ষে মৃত্যু হল 9 জনের । আহত হয়েছেন 30 জনের মতো । কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।

পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ বলেন, "লখনউ থেকে পিলিভিটের দিকে আসছিল বাসটি । আর বোলেরো গাড়িটি পুরাইপুরের দিক থেকে আসছিল । পুরানপুর এলাকায় আজ সকালে দুর্ঘটনাটি ঘটে । সংঘর্ষের পর বাসটি উলটে যায় মাঠে ।"

বাস ও বোলেরোর আহত যাত্রীদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কয়েকজনকে সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে । মৃতদের বেশিরভাগ পিলিভিটের বাসিন্দা ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন । আহতদের সবরকম চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে ।

এর আগে 10 অক্টোবর আলিগড়ে বাস উলটে 3 জনের মৃত্যু হয়েছিল । আহত হয়েছিলেন 25 জন ।

পিলিভিট, 17 অক্টোবর : উত্তরপ্রদেশের পিলিভিটে বাস ও বোলেরো গাড়ির সংঘর্ষে মৃত্যু হল 9 জনের । আহত হয়েছেন 30 জনের মতো । কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।

পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ বলেন, "লখনউ থেকে পিলিভিটের দিকে আসছিল বাসটি । আর বোলেরো গাড়িটি পুরাইপুরের দিক থেকে আসছিল । পুরানপুর এলাকায় আজ সকালে দুর্ঘটনাটি ঘটে । সংঘর্ষের পর বাসটি উলটে যায় মাঠে ।"

বাস ও বোলেরোর আহত যাত্রীদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কয়েকজনকে সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে । মৃতদের বেশিরভাগ পিলিভিটের বাসিন্দা ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন । আহতদের সবরকম চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে ।

এর আগে 10 অক্টোবর আলিগড়ে বাস উলটে 3 জনের মৃত্যু হয়েছিল । আহত হয়েছিলেন 25 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.