ETV Bharat / bharat

2019 সালে ভারতে প্রতিদিন ধর্ষিত 87 জন, রিপোর্ট NCRB-র - rape cases in india

2019 সালে ভারতে প্রতিদিন গড়ে 87টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে ৷ এমনই তথ্য প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো ৷

87-rape-case-in-a-day-data-by-ncrb
ভারতে প্রতিদিন ধর্ষিত হয় 87 জন
author img

By

Published : Sep 30, 2020, 12:31 PM IST

Updated : Sep 30, 2020, 1:14 PM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষণকাণ্ড যখন দিল্লির নির্ভয়ার কাণ্ডকে মনে করিয়ে দেয় ৷ ঠিক সেই সময়েই দেশে ধর্ষণের সংখ্যা নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর তথ্য সামনে এল ৷ 2019 সালে ভারতে প্রতিদিন 87টি করে ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে ৷ সবমিলিয়ে মহিলাদের উপর নথিভুক্ত অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে 4 লাখ 5 হাজার 861 টি ৷ 2018 সালের নিরিখে বিচার করলে 7 শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে গতকাল এই তথ্য প্রকাশ করেছে NCRB ৷ 2018 সালে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল 3 লাখ 78 হাজার 236 ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর দেওয়া তথ্য থেকে জানা গেছে, 2019 সালে গোটা দেশে ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে 32 হাজার 33 টি ৷ 2018 সালে নথিভুক্ত হয়েছিল 33 হাজার 356 টি ধর্ষণের মামলা ৷ 32 হাজার 559 টি মামলা নথিভুক্ত হয়েছিল 2017 সালে ৷

2019 সালে গৃহবধূ নির্যাতনের মামলা দায়ের হয় 30.9 শতাংশ, অন্যান্য ক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতনের হার 21.8 শতাংশ ৷ অপহরণের মামলা ছিল 17.9 শতাংশ ৷ NCRB-র দেওয়া অপরাধের তথ্য অনুযায়ী, 2019 সালে এক লাখ মহিলা প্রতি মহিলাদের উপর অপরাধের হার 62.4 শতাংশ ।

কেবলমাত্রর মহিলাদের উপরই অপরাধ হচ্ছে না ৷ NCRB-র তথ্যে জানা গেছে, মহিলাদের সঙ্গে শিশুদের উপরেও অপরাধ বেড়ে গেছে ৷ 2018 সালের তুলনায় 2019 সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের হার 4.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কেবল 2019 সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য 1.48 লাখ মামলা দায়ের করা হয়েছে ৷ যার মধ্যে অপহরণের মামলা রয়েছে 46.6 শতাংশ এবং 35.3 শতাংশ শারীরিক নির্যাতনের মামলা ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে ৷ ভারতীয় দণ্ডবিধি, বিশেষ ও স্থানীয় আইনের তথ্যকে বিশ্লেষণ করে তবেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তা পেশ করা হয়েছে ৷ 36 টি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চল এবং 53টি মেট্রোপলিটন শহর থেকে সংগৃহীত যাবতীয় তথ্য 3টি ভাগে পেশ করা হয়েছে ৷

দিল্লি, 30 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষণকাণ্ড যখন দিল্লির নির্ভয়ার কাণ্ডকে মনে করিয়ে দেয় ৷ ঠিক সেই সময়েই দেশে ধর্ষণের সংখ্যা নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর তথ্য সামনে এল ৷ 2019 সালে ভারতে প্রতিদিন 87টি করে ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে ৷ সবমিলিয়ে মহিলাদের উপর নথিভুক্ত অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে 4 লাখ 5 হাজার 861 টি ৷ 2018 সালের নিরিখে বিচার করলে 7 শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে গতকাল এই তথ্য প্রকাশ করেছে NCRB ৷ 2018 সালে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল 3 লাখ 78 হাজার 236 ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর দেওয়া তথ্য থেকে জানা গেছে, 2019 সালে গোটা দেশে ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে 32 হাজার 33 টি ৷ 2018 সালে নথিভুক্ত হয়েছিল 33 হাজার 356 টি ধর্ষণের মামলা ৷ 32 হাজার 559 টি মামলা নথিভুক্ত হয়েছিল 2017 সালে ৷

2019 সালে গৃহবধূ নির্যাতনের মামলা দায়ের হয় 30.9 শতাংশ, অন্যান্য ক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতনের হার 21.8 শতাংশ ৷ অপহরণের মামলা ছিল 17.9 শতাংশ ৷ NCRB-র দেওয়া অপরাধের তথ্য অনুযায়ী, 2019 সালে এক লাখ মহিলা প্রতি মহিলাদের উপর অপরাধের হার 62.4 শতাংশ ।

কেবলমাত্রর মহিলাদের উপরই অপরাধ হচ্ছে না ৷ NCRB-র তথ্যে জানা গেছে, মহিলাদের সঙ্গে শিশুদের উপরেও অপরাধ বেড়ে গেছে ৷ 2018 সালের তুলনায় 2019 সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের হার 4.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কেবল 2019 সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য 1.48 লাখ মামলা দায়ের করা হয়েছে ৷ যার মধ্যে অপহরণের মামলা রয়েছে 46.6 শতাংশ এবং 35.3 শতাংশ শারীরিক নির্যাতনের মামলা ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে ৷ ভারতীয় দণ্ডবিধি, বিশেষ ও স্থানীয় আইনের তথ্যকে বিশ্লেষণ করে তবেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তা পেশ করা হয়েছে ৷ 36 টি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চল এবং 53টি মেট্রোপলিটন শহর থেকে সংগৃহীত যাবতীয় তথ্য 3টি ভাগে পেশ করা হয়েছে ৷

Last Updated : Sep 30, 2020, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.