ETV Bharat / bharat

একদিনে ফের আক্রান্তের থেকে বেশি সুস্থের সংখ্য়া - করোনাভাইরাস নিউজ

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 59 লাখের গণ্ডি ছাড়িয়েছে । মোট আক্রান্ত 59 লাখ 3 হাজার 933 । তবে সুস্থতার হারও কম নয় ।

covid
covid
author img

By

Published : Sep 26, 2020, 10:17 AM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিতের থেকে সুস্থের সংখ্যা বেশি । নতুন করে আক্রান্ত হয়েছে 85 হাজার 362 জন । 24 ঘণ্টায় কোরোনা মুক্ত 93 হাজার 420 ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 59 লাখের গণ্ডি ছাড়িয়েছে । মোট আক্রান্ত 59 লাখ 3 হাজার 933 । তবে সুস্থতার হারও কম নয় । মোট কোরোনা মুক্ত 48 লাখ 49 হাজার 585 । অর্থাৎ সুস্থতার হার প্রায় 80 শতাংশ ।

কোরোনায় 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 89 জনের । মোট মৃত্যু 93 হাজার 379 । এখন দেশে সক্রিয় আক্রান্ত 9 লাখ 60 হাজার 969 ।

সংক্রমণের নিরিখে দেশে এখনও শীর্ষস্থানে মহারাষ্ট্রই । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ 757 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 73 হাজার 190 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ হয়েছে অন্ধ্রপ্রদেশে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 6 লাখ 61 হাজার 458 । সক্রিয় আক্রান্ত 67 হাজার 683 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ু । সেখানে এখনও পর্যন্ত 5 লাখ 69 হাজার 370 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 46 হাজার 386 ।

24 ঘণ্টায় 13 লাখ 41 হাজার 535 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 25 সেপ্টেম্বর পর্যন্ত 7 কোটি 2 লাখ 69 হাজার 975 জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) ।

দিল্লি, 26 সেপ্টেম্বর : 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিতের থেকে সুস্থের সংখ্যা বেশি । নতুন করে আক্রান্ত হয়েছে 85 হাজার 362 জন । 24 ঘণ্টায় কোরোনা মুক্ত 93 হাজার 420 ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 59 লাখের গণ্ডি ছাড়িয়েছে । মোট আক্রান্ত 59 লাখ 3 হাজার 933 । তবে সুস্থতার হারও কম নয় । মোট কোরোনা মুক্ত 48 লাখ 49 হাজার 585 । অর্থাৎ সুস্থতার হার প্রায় 80 শতাংশ ।

কোরোনায় 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 89 জনের । মোট মৃত্যু 93 হাজার 379 । এখন দেশে সক্রিয় আক্রান্ত 9 লাখ 60 হাজার 969 ।

সংক্রমণের নিরিখে দেশে এখনও শীর্ষস্থানে মহারাষ্ট্রই । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ 757 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 73 হাজার 190 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ হয়েছে অন্ধ্রপ্রদেশে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 6 লাখ 61 হাজার 458 । সক্রিয় আক্রান্ত 67 হাজার 683 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ু । সেখানে এখনও পর্যন্ত 5 লাখ 69 হাজার 370 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 46 হাজার 386 ।

24 ঘণ্টায় 13 লাখ 41 হাজার 535 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 25 সেপ্টেম্বর পর্যন্ত 7 কোটি 2 লাখ 69 হাজার 975 জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.