ETV Bharat / bharat

রাস্তায় পড়ে আট বছরের রক্তাক্ত শিশু-কন্যা, সন্দেহ ধর্ষণের - ছত্তিশগড় নাবালিকা ধর্ষণ

আজ সকালে স্থানীয়রা নাবালিকাকে ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । কাছে এগিয়ে গিয়ে যান কয়েকজন । না তখনও প্রাণ আছে ছোট্টো শরীরটায় । যন্ত্রণায় প্রায় অবচেতন হয়ে রয়েছে ।

Chattisgarh
Chattisgarh
author img

By

Published : Jun 3, 2020, 6:59 PM IST

Updated : Jun 3, 2020, 7:54 PM IST

বেমেত্রা (ছত্তিশগড়), 3জুন : আবার নৃশংসতার নজির । এইবার ছত্তিশগড় । বেমেত্রা জেলায় এক আট বছরের নাবালিকা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় । প্রাথমিকভাবে, মনে করা হচ্ছে, তাকে ধর্ষণ করে ফেলে পালায় দুষ্কৃতীরা । বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ ।

আজ সকালে স্থানীয়রা নাবালিকাকে ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । কাছে এগিয়ে গিয়ে যান কয়েকজন । না তখনও প্রাণ আছে ছোট্টো শরীরটায় । যন্ত্রণায় প্রায় অবচেতন হয়ে রয়েছে । তাকে রাস্তা থেকে তুলে স্থানীয়রা বেমেত্রা জেলা সদর হাসপাতালে নিয়ে যান দ্রুত । এবং পুলিশে খবর দেন তাঁরাই ।

বেমেত্রাপুলিশ খবর পেতেই সেখানে পৌঁছান ASP । ঘটনার তদন্ত শুরু করেন । যদিও ঘটনারবিষয়ে সেইভাবে মুখ খুলতে চায়নি পুলিশ । ASP জানান নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল কিনা এখনই সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না । তিনি বলেন, “আমরা স্বাস্থ্য রিপোর্টের জন্যঅপেক্ষা করছি ।”

ছত্তিশগড়েরস্বরাষ্ট্রমন্ত্রী তমরাধ্বজ সাহু এই বিষয়ে ASP-র সঙ্গে ফোনে আলোচনা করেন । দ্রুতঅভিযুক্তদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি । এবং তাদের গ্রেপ্তার করতে ও ঘটনারসঠিক তদন্তের নির্দেশ দেন তমরাধ্বজ সাহু ।

বেমেত্রা (ছত্তিশগড়), 3জুন : আবার নৃশংসতার নজির । এইবার ছত্তিশগড় । বেমেত্রা জেলায় এক আট বছরের নাবালিকা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় । প্রাথমিকভাবে, মনে করা হচ্ছে, তাকে ধর্ষণ করে ফেলে পালায় দুষ্কৃতীরা । বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ ।

আজ সকালে স্থানীয়রা নাবালিকাকে ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । কাছে এগিয়ে গিয়ে যান কয়েকজন । না তখনও প্রাণ আছে ছোট্টো শরীরটায় । যন্ত্রণায় প্রায় অবচেতন হয়ে রয়েছে । তাকে রাস্তা থেকে তুলে স্থানীয়রা বেমেত্রা জেলা সদর হাসপাতালে নিয়ে যান দ্রুত । এবং পুলিশে খবর দেন তাঁরাই ।

বেমেত্রাপুলিশ খবর পেতেই সেখানে পৌঁছান ASP । ঘটনার তদন্ত শুরু করেন । যদিও ঘটনারবিষয়ে সেইভাবে মুখ খুলতে চায়নি পুলিশ । ASP জানান নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল কিনা এখনই সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না । তিনি বলেন, “আমরা স্বাস্থ্য রিপোর্টের জন্যঅপেক্ষা করছি ।”

ছত্তিশগড়েরস্বরাষ্ট্রমন্ত্রী তমরাধ্বজ সাহু এই বিষয়ে ASP-র সঙ্গে ফোনে আলোচনা করেন । দ্রুতঅভিযুক্তদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি । এবং তাদের গ্রেপ্তার করতে ও ঘটনারসঠিক তদন্তের নির্দেশ দেন তমরাধ্বজ সাহু ।

Last Updated : Jun 3, 2020, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.