পাঠানকোট, 3 সেপ্টেম্বর : অ্যামেরিকায় তৈরি 8টি অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । আজ পাঠানকোটে এক অনুষ্ঠানের মাধ্যমে হেলিকপ্টারগুলি ভারতকে হস্তান্তর করা হয় । বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত হেলিকপ্টার হিসাবে বিবেচিত হওয়া এই হেলকপ্টারগুলি বায়ুসেনায় যুক্ত হওয়ায় যুদ্ধক্ষেত্রে ভারতের শক্তি আরও বৃদ্ধি হল বলে মনে করা হচ্ছে । হেলিকপ্টারটি অ্যামেরিকায় তৈরি হলেও এর বেশ কয়েকটি যন্ত্রাংশ তৈরি করা হয়েছে ভারতেই ।
হেলিকপ্টার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া । অ্যাপাচে হেলিকপ্টার প্রসঙ্গে তিনি বলেন, "এটি বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণকারী হেলিকপ্টার । এটি যেকোনও মিশন সম্পন্ন করতে সক্ষম । ভারতীয় বায়ুসেনায় অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ায় ভারতের শক্তি আরও বৃদ্ধি পেল ।"
2015 সালে ভারত এই ধরনের 22টি হেলিকপ্টার সরবরাহের জন্য বোয়িংয়ের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে । 2018 সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে হেলিকপ্টারটি । গতবছর অ্যামেরিকায় গিয়ে অ্যাপাচে উড়ানোর প্রশিক্ষণ নেন বায়ুসেনার পাইলটের প্রথম ব্যাচ ।
হেলিকপ্টারগুলি প্রসঙ্গে বোয়িংয়ের বিবৃতিতে বলে হয়, অ্যাপাচে AH-64E কার্যত যে কোনও ধরনের সামরিক অভিযানে প্রয়োজনীয় দক্ষতা দেখাতে সক্ষম । এই হেলিকপ্টারগুলি উপযুক্ত সামরিক হেলিকপ্টার । শীঘ্র সিদ্ধান্ত নিতে এটিকে ব্যবহার করা সম্ভব । সুরক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম, এবং প্রাণঘাতী আক্রমণ সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই অত্যাধুনিক হেলিকপ্টারকে ।