ETV Bharat / bharat

টানা তিনদিন 75 হাজারের বেশি সংক্রমণ, আক্রান্তের সংখ্য়া 34 লাখ পার

24 ঘণ্টায় আক্রান্ত আরও 76 হাজার 472 জন । মোট সংক্রমিত 34 লাখ 63 হাজার 973 ।

covid
covid
author img

By

Published : Aug 29, 2020, 10:01 AM IST

Updated : Aug 29, 2020, 11:09 AM IST

দিল্লি, 29 অগাস্ট : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 76 হাজার 472 জন । এই নিয়ে পরপর তিনদিন 75 হাজারের বেশি আক্রান্ত হলেন ৷ দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 34 লাখ । মৃত্যু হয়েছে 1 হাজার 21 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত আক্রান্ত 34 লাখ 63 হাজার 973 জন । মোট 62 হাজার 550 জনের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।

গত তিনদিনে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 75 হাজারের বেশি । 27 অগাস্ট আক্রান্ত হন 75 হাজার 760 জন । গতকাল আক্রান্ত হন 77 হাজার 266 জন । আজ আবার 76 হাজার 472 জন আক্রান্ত হলেন ।

প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ হলেও দেশে সুস্থতার হারও কম নয় । 26 লাখ 48 হাজার 999 জন কোরোনামুক্ত হয়েছেন । সুস্থতার হার 76.47 শতাংশ । এই মুহূর্তে সক্রিয় আক্রান্ত 7 লাখ 52 হাজার 424 ।

দু'সপ্তাহের বেশি সময় ধরে দেশে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে । 7 অগাস্ট পর্যন্ত 20 লাখের বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছিলেন । এখন সেই সংখ্যা 34 লাখ ছাড়িয়েছে । 27 অগাস্ট দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক ছিল । যা অ্যামেরিকাকেও ছাড়িয়ে যায় ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 47 হাজার 995 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 81 হাজার 50 জন । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 9 হাজার 238 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 506 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 3 হাজার 616 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 96 হাজার 191 ।

24 ঘণ্টায় 9 লাখ 28 হাজার 761জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 অগাস্ট পর্যন্ত মোট 4 কোটি 4 লাখ 6 হাজার 609 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

দিল্লি, 29 অগাস্ট : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 76 হাজার 472 জন । এই নিয়ে পরপর তিনদিন 75 হাজারের বেশি আক্রান্ত হলেন ৷ দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 34 লাখ । মৃত্যু হয়েছে 1 হাজার 21 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত আক্রান্ত 34 লাখ 63 হাজার 973 জন । মোট 62 হাজার 550 জনের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।

গত তিনদিনে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 75 হাজারের বেশি । 27 অগাস্ট আক্রান্ত হন 75 হাজার 760 জন । গতকাল আক্রান্ত হন 77 হাজার 266 জন । আজ আবার 76 হাজার 472 জন আক্রান্ত হলেন ।

প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ হলেও দেশে সুস্থতার হারও কম নয় । 26 লাখ 48 হাজার 999 জন কোরোনামুক্ত হয়েছেন । সুস্থতার হার 76.47 শতাংশ । এই মুহূর্তে সক্রিয় আক্রান্ত 7 লাখ 52 হাজার 424 ।

দু'সপ্তাহের বেশি সময় ধরে দেশে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে । 7 অগাস্ট পর্যন্ত 20 লাখের বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছিলেন । এখন সেই সংখ্যা 34 লাখ ছাড়িয়েছে । 27 অগাস্ট দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক ছিল । যা অ্যামেরিকাকেও ছাড়িয়ে যায় ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 47 হাজার 995 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 81 হাজার 50 জন । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 9 হাজার 238 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 506 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 3 হাজার 616 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 96 হাজার 191 ।

24 ঘণ্টায় 9 লাখ 28 হাজার 761জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 অগাস্ট পর্যন্ত মোট 4 কোটি 4 লাখ 6 হাজার 609 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

Last Updated : Aug 29, 2020, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.