ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য জোটবদ্ধ হয়ে কাজ করছে : প্রধানমন্ত্রী

author img

By

Published : Aug 15, 2020, 7:37 AM IST

Updated : Aug 15, 2020, 10:28 AM IST

74 Independence day: modi at Delhi
লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় উদ্দেশ্য ভাষণ দিচ্ছেন

08:45 August 15

দিল্লি, 15 অগাস্ট : লালকেল্লা থেকে জাতীয় পতকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 74 তম স্বাধীনতা দিবসের সকালে প্রথমে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ তারপর সকাল 7.30 মিনিট নাগাদ লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ সেনার তিন বাহিনীর জওয়ানরা প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার জানান ৷ তিনি জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী । আজ প্রধানমন্ত্রীর ভাষণের শুরু থেকেই কোরানার বিরুদ্ধে দেশ তথা দেশবাসীর লড়াইয়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী । চিকিৎসক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষকে কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সাহস জোগান । প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন --

  • ন্যাশনাল ডিজ়িটাল হেলথ মিশনের সূচনা ।
  • দেশে এখন 1 হাজার 400 ল্যাব রয়েছে । 
  • প্রত্যেক নাগরিকের হেলথ ID থাকবে ।
  • কোরোনার তিনটি ভ্যাকসিন পরীক্ষা স্তরে রয়েছে ।
  • বিজ্ঞানীদের সবুজ সংকেতের অপেক্ষা । 
  • সংকেত পেলেই বাজারে আসবে ভ্যাকসিন ।  
  • ভ্যাকসিন তৈরির নকশাও তৈরি । 

08:32 August 15

  • জম্মু-কাশ্মীরে উন্নয়নে জোর দেওয়া হচ্ছে  ।
  • সিকিমের আলাদা পরিচয় তৈরি হয়েছে ।
  • লাদাখেরও আলাদা পরিচয় তৈরি করতে হবে ।
  • শত্রুপক্ষকে কড়া জবাব দিতে জানে ভারত  ।
  • কোরোনা পরিস্থিতিতে আত্মনির্ভরতার পথে ভারত ।
  • দেশবাসীর উপর পূর্ণ আস্থা রয়েছে ।

07:53 August 15

  • বিদেশি বিনিয়োগে রেকর্ড গত 1 বছরে ।
  • ভারত মেড ফর ওয়ার্ল্ডের পথে ।
  • ভারত আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে আগ্রহী ।
  • আরও জোর দেওয়া হবে পরিকাঠামো উন্নয়নে ।
  • FDI -তে সর্বকালের রেকর্ড ।

07:53 August 15

  • স্বাধীনতা অর্জনের পিছনে অনেক বীরের বলিদান ।
  • আগামী বার 75 তম স্বাধীনতা দিবস ।
  • আগামী 2 বছর বড় সংকল্প নেওয়ার দিন ।
  • কোরোনা আবহে আত্মনির্ভরতার পথে ভারত ।
  • আত্মনির্ভর ভারত শব্দ নয়, দেশবাসীর কাছে আজ মন্ত্র ।
  • আমরা আত্মনির্ভর হবই, আত্মনির্ভরতার স্বপ্ন পূরণ হবেই ।
  • ইতিহাস সাক্ষী, ভারত যেটা ভাবে সেটাই করে ।

07:48 August 15

  • অন্যবারের মতো এবারে ছোট বাচ্চাদের সামনে দেখছি না ।
  • ভারতের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ।
  • এই সব বিপর্যয়ে রাজ্যগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে কেন্দ্র ।
  • পরিবর্ত পরিস্থিতিতে কোরোনা সবাইকে আটকাচ্ছে ।
  • আজ নতুন  সঙ্কল্প নেওয়া ও নতুন প্রেরনা অর্জনের দিন ।

07:44 August 15

  • কোরোনা পরিস্থিতিতে আত্মনির্ভরতার পথে ভারত ।
  • দেশবাসীর উপর পূর্ণ আস্থা রয়েছে ।
  • দেশেবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
  • স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের প্রণাম ।
  • স্বাধীন ভারতে আজ তাঁদের জন্যই আমরা নিশ্বাস নিচ্ছে ।
  • কোরোনায় আক্রান্তদের পরিবারকে সমবেদনা জানাই ।

07:39 August 15

  • আমরা কোরোনার বিরুদ্ধে জিতবই ।
  • আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।
  • দেশবাসীর ওপর পূর্ণ আস্থা রয়েছে ।
  • বিশ্বের আর্থিক ব্যবস্থায় ভারতের যোগদান ।
  • ভারত প্রাকৃতিক সম্পদে ভরপুর ।
  • কৃষিতে ভারতের অগ্রগতি হয়েছে ।
  • দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগতে হবে ।
  • ভারতের তৈরি পণ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে ।
  • বিদেশে দেশীয় পণ্য রপ্তানি করতে হবে ।
  • সংকটের সময় রাজগুলোর পাশে কেন্দ্র ।
  • ভোকাল ফর লোকাল স্বাধীন ভারতের মন্ত্র হতে হবে ।

07:24 August 15

  • এদিন সকাল থেকেই দিল্লি-সহ গোটা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবত রয়েছে ।
  • কোরোনা পরিস্থিতিতে লালকেল্লা-সহ দেশের নানা প্রান্তে স্বাধীনতা দিবস পালন করা হলেও প্রয়োজনীয় সুরক্ষা বজায় রাখা হচ্ছে ।
  • লালকেল্লাতে শিশুদের আনা হয়নি, কোরোনা পরিস্থিতির জন্য ।

08:45 August 15

দিল্লি, 15 অগাস্ট : লালকেল্লা থেকে জাতীয় পতকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 74 তম স্বাধীনতা দিবসের সকালে প্রথমে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ তারপর সকাল 7.30 মিনিট নাগাদ লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ সেনার তিন বাহিনীর জওয়ানরা প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার জানান ৷ তিনি জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী । আজ প্রধানমন্ত্রীর ভাষণের শুরু থেকেই কোরানার বিরুদ্ধে দেশ তথা দেশবাসীর লড়াইয়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী । চিকিৎসক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষকে কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সাহস জোগান । প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন --

  • ন্যাশনাল ডিজ়িটাল হেলথ মিশনের সূচনা ।
  • দেশে এখন 1 হাজার 400 ল্যাব রয়েছে । 
  • প্রত্যেক নাগরিকের হেলথ ID থাকবে ।
  • কোরোনার তিনটি ভ্যাকসিন পরীক্ষা স্তরে রয়েছে ।
  • বিজ্ঞানীদের সবুজ সংকেতের অপেক্ষা । 
  • সংকেত পেলেই বাজারে আসবে ভ্যাকসিন ।  
  • ভ্যাকসিন তৈরির নকশাও তৈরি । 

08:32 August 15

  • জম্মু-কাশ্মীরে উন্নয়নে জোর দেওয়া হচ্ছে  ।
  • সিকিমের আলাদা পরিচয় তৈরি হয়েছে ।
  • লাদাখেরও আলাদা পরিচয় তৈরি করতে হবে ।
  • শত্রুপক্ষকে কড়া জবাব দিতে জানে ভারত  ।
  • কোরোনা পরিস্থিতিতে আত্মনির্ভরতার পথে ভারত ।
  • দেশবাসীর উপর পূর্ণ আস্থা রয়েছে ।

07:53 August 15

  • বিদেশি বিনিয়োগে রেকর্ড গত 1 বছরে ।
  • ভারত মেড ফর ওয়ার্ল্ডের পথে ।
  • ভারত আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে আগ্রহী ।
  • আরও জোর দেওয়া হবে পরিকাঠামো উন্নয়নে ।
  • FDI -তে সর্বকালের রেকর্ড ।

07:53 August 15

  • স্বাধীনতা অর্জনের পিছনে অনেক বীরের বলিদান ।
  • আগামী বার 75 তম স্বাধীনতা দিবস ।
  • আগামী 2 বছর বড় সংকল্প নেওয়ার দিন ।
  • কোরোনা আবহে আত্মনির্ভরতার পথে ভারত ।
  • আত্মনির্ভর ভারত শব্দ নয়, দেশবাসীর কাছে আজ মন্ত্র ।
  • আমরা আত্মনির্ভর হবই, আত্মনির্ভরতার স্বপ্ন পূরণ হবেই ।
  • ইতিহাস সাক্ষী, ভারত যেটা ভাবে সেটাই করে ।

07:48 August 15

  • অন্যবারের মতো এবারে ছোট বাচ্চাদের সামনে দেখছি না ।
  • ভারতের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ।
  • এই সব বিপর্যয়ে রাজ্যগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে কেন্দ্র ।
  • পরিবর্ত পরিস্থিতিতে কোরোনা সবাইকে আটকাচ্ছে ।
  • আজ নতুন  সঙ্কল্প নেওয়া ও নতুন প্রেরনা অর্জনের দিন ।

07:44 August 15

  • কোরোনা পরিস্থিতিতে আত্মনির্ভরতার পথে ভারত ।
  • দেশবাসীর উপর পূর্ণ আস্থা রয়েছে ।
  • দেশেবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
  • স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের প্রণাম ।
  • স্বাধীন ভারতে আজ তাঁদের জন্যই আমরা নিশ্বাস নিচ্ছে ।
  • কোরোনায় আক্রান্তদের পরিবারকে সমবেদনা জানাই ।

07:39 August 15

  • আমরা কোরোনার বিরুদ্ধে জিতবই ।
  • আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।
  • দেশবাসীর ওপর পূর্ণ আস্থা রয়েছে ।
  • বিশ্বের আর্থিক ব্যবস্থায় ভারতের যোগদান ।
  • ভারত প্রাকৃতিক সম্পদে ভরপুর ।
  • কৃষিতে ভারতের অগ্রগতি হয়েছে ।
  • দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগতে হবে ।
  • ভারতের তৈরি পণ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে ।
  • বিদেশে দেশীয় পণ্য রপ্তানি করতে হবে ।
  • সংকটের সময় রাজগুলোর পাশে কেন্দ্র ।
  • ভোকাল ফর লোকাল স্বাধীন ভারতের মন্ত্র হতে হবে ।

07:24 August 15

  • এদিন সকাল থেকেই দিল্লি-সহ গোটা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবত রয়েছে ।
  • কোরোনা পরিস্থিতিতে লালকেল্লা-সহ দেশের নানা প্রান্তে স্বাধীনতা দিবস পালন করা হলেও প্রয়োজনীয় সুরক্ষা বজায় রাখা হচ্ছে ।
  • লালকেল্লাতে শিশুদের আনা হয়নি, কোরোনা পরিস্থিতির জন্য ।
Last Updated : Aug 15, 2020, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.