ETV Bharat / bharat

এক সপ্তাহে 3 জন, এবার ধারাভিতে খোলামুখ নর্দমায় পড়ে মৃত নাবালক

author img

By

Published : Jul 15, 2019, 9:20 PM IST

মুম্বইয়ের ধারাভিতে খোলা মুখের নর্দমায় পড়ে মৃত্যু হল 7 বছরের এক নাবালকের। ধারাভির রাজীব গান্ধি কলোনিতে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ গিয়ে কিশোরকে উদ্ধার করলেও শেষ রক্ষা করা যায়নি।

খোলা মুখের নর্দমায় পড়ে মৃত্যু

মুম্বই, 15 জুলাই : এক সপ্তাহের মধ্যে তিনটি ঘটনা । খোলামুখ নর্দমায় পড়ে ফের মৃত্যু হল এক নাবালকের । মুম্বইয়ের ধারাভির রাজীব গান্ধি কলোনিতে ঘটেছে এই দুর্ঘটনা । পুলিশ গিয়ে কিশোরকে উদ্ধার করলেও শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকি‌ৎসকরা ।

এর আগে দেড় বছরের একটি শিশুর সঙ্গে একই ঘটনা ঘটেছিল । 10 জুন এরকমই একটি ঘটনা ঘটেছিল গুরুগ্রামে । দেড় বছরের এক শিশু খোলা মুখ নর্দমায় পড়ে তলিয়ে যায় । এখনও তার দেহ খুঁজে পাওয়া যায়নি । CCTV ফুটেজে দেখা গেছে, রাতে বাড়ির বাইরে খেলা করতে করতে খোলামুখ ড্রেনে পড়ে যায় শিশুটি । পৌরসভার গাফিলতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা । বৃহন্মুম্বই কর্পোরেশন ও পুলিশের তরফে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও কোনও খোঁজ মেলেনি । মনে করা হচ্ছে খোলা মুখ নর্দমায় পড়ে যাওয়ার পর জলের তোড়ে শিশুটি আরব সাগরে ভেসে গিয়েছে ।

একই ভাবে গত শুক্রবার এক কিশোরও খোলামুখ নালায় পড়ে যায় । ওয়ার্লিতে কোস্টাল রোডের কাছে ওই নালায় পড়ে মৃত্যু হয় বাবলু কুমার পাসোয়ান নামে ওই নাবালকের ।

মুম্বই, 15 জুলাই : এক সপ্তাহের মধ্যে তিনটি ঘটনা । খোলামুখ নর্দমায় পড়ে ফের মৃত্যু হল এক নাবালকের । মুম্বইয়ের ধারাভির রাজীব গান্ধি কলোনিতে ঘটেছে এই দুর্ঘটনা । পুলিশ গিয়ে কিশোরকে উদ্ধার করলেও শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকি‌ৎসকরা ।

এর আগে দেড় বছরের একটি শিশুর সঙ্গে একই ঘটনা ঘটেছিল । 10 জুন এরকমই একটি ঘটনা ঘটেছিল গুরুগ্রামে । দেড় বছরের এক শিশু খোলা মুখ নর্দমায় পড়ে তলিয়ে যায় । এখনও তার দেহ খুঁজে পাওয়া যায়নি । CCTV ফুটেজে দেখা গেছে, রাতে বাড়ির বাইরে খেলা করতে করতে খোলামুখ ড্রেনে পড়ে যায় শিশুটি । পৌরসভার গাফিলতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা । বৃহন্মুম্বই কর্পোরেশন ও পুলিশের তরফে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও কোনও খোঁজ মেলেনি । মনে করা হচ্ছে খোলা মুখ নর্দমায় পড়ে যাওয়ার পর জলের তোড়ে শিশুটি আরব সাগরে ভেসে গিয়েছে ।

একই ভাবে গত শুক্রবার এক কিশোরও খোলামুখ নালায় পড়ে যায় । ওয়ার্লিতে কোস্টাল রোডের কাছে ওই নালায় পড়ে মৃত্যু হয় বাবলু কুমার পাসোয়ান নামে ওই নাবালকের ।



Unverified location, July 15 (ANI): Mohammed Mansoor Khan, the main accused in the multicrore I Monetary Advisory (IMA) fraud, released yet another video on Monday afternoon announcing his return to Bengaluru. In the 7-minute-long video, he talked about how he has made all arrangements including the ticket to India and is expecting to reach here in the next 24 hours. He said, "God willing, I will return to India in the next 24 hours, I have full faith in Indian judiciary. First of all, leaving India was a big mistake, but circumstances were such that I had to leave. I don't even know where my family is"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.