ETV Bharat / bharat

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম 7 মাওবাদী - Maoist Killed

ছত্তিশগড়ে এনকাউন্টারে মাওবাদী খতম ৷

ছত্তিশগড়ে এনকাউন্টারে মাওবাদী খতম ৷
author img

By

Published : Aug 3, 2019, 12:48 PM IST

Updated : Aug 3, 2019, 4:08 PM IST

রায়পুর, 3 অগাস্ট : নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে খতম সাত মাওবাদী । আজ সকাল থেকেই ছত্তিশগড়ের সীতাগোতার জঙ্গলে চলে দুই পক্ষের গুলির লড়াই । আজ সকালে রুটিন তল্লাশি অভিযান চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) ৷

রাজ্যের রাজনন্দাগাঁও জেলার বাঘনদি পুলিশ ফাঁড়ির কাছেই সীতাগোতায় তল্লাশি চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা৷ পালটা জবাব দেয় DRG ৷ মৃত্যু হয় সাত মাওবাদীর ৷

ভোর 6টা নাগাদ শুরু হয়েছিল এনকাউন্টার ৷ মাওদমন শাখার DIG সুন্দররাজ পি বলেন, এনকাউন্টারে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে ঘটনাস্থান থেকে ৷ সেখানে AK-47-ও ছিল ৷

রায়পুর, 3 অগাস্ট : নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে খতম সাত মাওবাদী । আজ সকাল থেকেই ছত্তিশগড়ের সীতাগোতার জঙ্গলে চলে দুই পক্ষের গুলির লড়াই । আজ সকালে রুটিন তল্লাশি অভিযান চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) ৷

রাজ্যের রাজনন্দাগাঁও জেলার বাঘনদি পুলিশ ফাঁড়ির কাছেই সীতাগোতায় তল্লাশি চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা৷ পালটা জবাব দেয় DRG ৷ মৃত্যু হয় সাত মাওবাদীর ৷

ভোর 6টা নাগাদ শুরু হয়েছিল এনকাউন্টার ৷ মাওদমন শাখার DIG সুন্দররাজ পি বলেন, এনকাউন্টারে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে ঘটনাস্থান থেকে ৷ সেখানে AK-47-ও ছিল ৷

Mumbai, Thane (Maharashtra), Aug 03 (ANI): Normal life in several parts of Maharashtra has been hit due to waterlogging caused by continuous rainfall. Knee deep water has been flowing on the roads in parts of Maharashtra. People are facing difficulty in commuting.
Last Updated : Aug 3, 2019, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.