সুকমা(ছত্তিশগড়), 22 মার্চ : ছত্তিশগড়ের সুকমায় সেনা জওয়ানদের উপর হামলা চালাল মাওবাদীরা। পিছন থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় 7 জন জওয়ান শহিদ হয়েছেন। গুরুতর আহত 14 । তাঁদের রায়পুর হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি 17 জওয়ানের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে ।
14 জন জওয়ানকে বিমানে করে রায়পুরে ভরতি করা হয়েছে। সেনা সূত্রে খবর, শনিবার দুপুরে 12.40 মিনিটে এই লড়াই শুরু হয়েছিল । এনকাউন্টারে জড়িত একজন DRG জওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন । চিন্তাগুফার মিনপা জঙ্গলে মাওবাদী কমান্ডার হিড়মার শিবির করা নিয়ে পুলিশের কাছে খবর আসে । এই সম্পর্কে খবর পাওয়া মাত্র ছত্তিশগড় পুলিশের 250 থেকে 300 জওয়ান ওই অঞ্চলে অভিযানের জন্য বের হন । এতে DRG ও STF জওয়ানরাও শামিল হন । অভিযানের পরে চিন্তাগুফা শিবিরে ফিরে আসার সময় মাওবাদীরা সকাল 12.40 মিনিটে মিনপা ও বুরকাপালের মধ্যে লুকিয়ে থেকে সেনাদের উপর পিছন থেকে গুলি চালায়। সাত সেনা ঘটনাস্থানেই শহিদ হন। একই সঙ্গে 14 জন সেনা আহত হয়েছেন।
মাওবাদীরা বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে ছিল। পুলিশ সূত্রে খবর, মাও নেতা হিড়মা , বিনোদ এবং দেবা লড়াইয়ে জড়িত ছিলেন। মাওবাদীরা CRPF এবং কোবরা ব্যাটেলিয়নের উপরেও হামলা চালায় । CRPF ও কোবরা জওয়ানরা লড়াইয়ে নিযুক্ত সেনা জওয়ানদের উদ্ধার করতে এসেছিল । রাত প্রায় 9টা পর্যন্ত নকশাল ও জওয়ানদের মধ্যে গুলির লড়াই চলে। এখনও পর্যন্ত অনেক আহত সেনাকে উদ্ধার করা যায়নি।