ETV Bharat / bharat

সময়ের উপর ভিত্তি করে বিমান ভাড়াকে সাতটি পর্যায়ে ভাগ কেন্দ্রের

আগামী তিন মাসের জন্য বিমানের গন্তব্যে পৌঁছানোর সময়ের উপর নির্ভর করে সাতটি পর্যায়ে ভাড়াকে ভাগ করল কেন্দ্র ।

বিমান
বিমান
author img

By

Published : May 22, 2020, 12:22 AM IST

দিল্লি, 21 মে : আগামী তিন মাসের জন্য বিমানের গন্তব্যে পৌঁছানোর সময়ের উপর নির্ভর করে সাতটি পর্যায়ে ভাড়াকে ভাগ করল কেন্দ্রীয় সরকার । বিমান ভাড়া ন্যূনতম 2 হাজার থেকে সর্বোচ্চ 18 হাজার 600 টাকার মধ্যে রাখতে হবে বলেও জানানো হয়েছে । দু'মাস পর অন্তর্দেশীয় বিমান পরিষেবা আবার শুরু করার ঘোষণার সঙ্গে এই নির্দেশিকাও জারি করা হয়েছে সরকারের তরফে ।

এই সাতটি ভাগের বিস্তারিত বিবরণ দেন অসামরিক বিমান পরিবহনের ডিরেক্টরেট জেনেরাল । যে সাতটি পর্যায়ে ভাড়া ভাগ করা হয়েছে, সেগুলি হল-

  • যে বিমানগুলি গন্তব্যে পৌঁছাতে 40 মিনিটের কম সময় নেবে সেই সমস্ত বিমানের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া 2 হাজার ও সর্বোচ্চ ভাড়া 6 হাজার টাকা ।
  • যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছাতে 40-90 মিনিট সময় নেবে সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 2 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 7 হাজার 500 টাকা ।
  • যে সমস্ত বিমান 90-120 মিনিট সময় নেবে, সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 3 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 10 হাজার টাকা ।
  • যে সমস্ত বিমান 120-150 মিনিট সময় নেবে সেই ক্ষেত্রে ন্যূনতম ভাড়া 4 হাজার 500 ও সর্বোচ্চ ভাড়া 13 হাজার টাকা ।
  • দিল্লি-ইম্ফল রুটের মতো যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছাতে 150-180 মিনিট সময় নেয়, সে সব ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 5 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 15 হাজার 700 টাকা ।
  • দিল্লি-কোয়েম্বাটোর রুটের মতো যে সমস্ত রুটে বিমান 180-210 মিনিটে গন্তব্যে পৌঁছাবে, সেই সমস্ত ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 6 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 18 হাজার 600 টাকা ।

সোমবার থেকে বিমান সংস্থাগুলিকে তাদের পরিচালনার এক-তৃতীয়াংশ পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হবে । তবে লকডাউনের নিয়ম অনুযায়ী, বোর্ডে কোনও খাবার দেওয়া হবে না, সমস্ত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে ও বিমানকর্মীদের প্রত্যেকের সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিতে হবে বলে সরকারের তরফে জানানো হয় ।

দিল্লি, 21 মে : আগামী তিন মাসের জন্য বিমানের গন্তব্যে পৌঁছানোর সময়ের উপর নির্ভর করে সাতটি পর্যায়ে ভাড়াকে ভাগ করল কেন্দ্রীয় সরকার । বিমান ভাড়া ন্যূনতম 2 হাজার থেকে সর্বোচ্চ 18 হাজার 600 টাকার মধ্যে রাখতে হবে বলেও জানানো হয়েছে । দু'মাস পর অন্তর্দেশীয় বিমান পরিষেবা আবার শুরু করার ঘোষণার সঙ্গে এই নির্দেশিকাও জারি করা হয়েছে সরকারের তরফে ।

এই সাতটি ভাগের বিস্তারিত বিবরণ দেন অসামরিক বিমান পরিবহনের ডিরেক্টরেট জেনেরাল । যে সাতটি পর্যায়ে ভাড়া ভাগ করা হয়েছে, সেগুলি হল-

  • যে বিমানগুলি গন্তব্যে পৌঁছাতে 40 মিনিটের কম সময় নেবে সেই সমস্ত বিমানের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া 2 হাজার ও সর্বোচ্চ ভাড়া 6 হাজার টাকা ।
  • যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছাতে 40-90 মিনিট সময় নেবে সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 2 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 7 হাজার 500 টাকা ।
  • যে সমস্ত বিমান 90-120 মিনিট সময় নেবে, সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 3 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 10 হাজার টাকা ।
  • যে সমস্ত বিমান 120-150 মিনিট সময় নেবে সেই ক্ষেত্রে ন্যূনতম ভাড়া 4 হাজার 500 ও সর্বোচ্চ ভাড়া 13 হাজার টাকা ।
  • দিল্লি-ইম্ফল রুটের মতো যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছাতে 150-180 মিনিট সময় নেয়, সে সব ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 5 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 15 হাজার 700 টাকা ।
  • দিল্লি-কোয়েম্বাটোর রুটের মতো যে সমস্ত রুটে বিমান 180-210 মিনিটে গন্তব্যে পৌঁছাবে, সেই সমস্ত ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 6 হাজার 500 টাকা ও সর্বোচ্চ ভাড়া হবে 18 হাজার 600 টাকা ।

সোমবার থেকে বিমান সংস্থাগুলিকে তাদের পরিচালনার এক-তৃতীয়াংশ পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হবে । তবে লকডাউনের নিয়ম অনুযায়ী, বোর্ডে কোনও খাবার দেওয়া হবে না, সমস্ত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে ও বিমানকর্মীদের প্রত্যেকের সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিতে হবে বলে সরকারের তরফে জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.