দিল্লি, 20 অগাস্ট : আবার রেকর্ড সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 69 হাজার 652 জন । যা একদিনের নিরিখে এখনও পর্যন্ত সর্বোচ্চ । মোট সংক্রমিতের সংখ্যা 28 লাখ 36 হাজার 926 ।
গত 15 দিনে বিশ্বে সর্বাধিক সংক্রমণ হয়েছে ভারতে । 24 ঘণ্টায় প্রায় 70 হাজার মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে । তবে, মোট আক্রান্তের অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে । সুস্থতার হার 73.90 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ 58 হাজার 794 জন । এখনও পর্যন্ত 20 লাখ 96 হাজার 664 জন কোরোনা-মুক্ত হয়েছে ।
কোরোনায় মোট মৃতের সংখ্যা 53 হাজার 886 । 24 ঘণ্টায় 977 জনের মৃত্যু হয়েছে । এই মুহূর্তে দেশে সক্রিয় কোরোনায় আক্রান্ত 6 লাখ 86 হাজার 395 ।
সংক্রমণের নিরিখে দেশে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 28 হাজার 642 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 60 হাজার 728 । মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 55 হাজার 449 । সক্রিয় আক্রান্ত 53 হাজার 155 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 16 হাজার 3 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 86 হাজার 725 ।
24 ঘণ্টায় 9 লাখ 18 হাজার 470 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 19 অগাস্ট পর্যন্ত 3 কোটি 26 লাখ 61 হাজার 252 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।
-
Total number of samples tested up to 19th August is 3,26,61,252 including 9,18,470 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/lEsfNeIOWR
— ANI (@ANI) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Total number of samples tested up to 19th August is 3,26,61,252 including 9,18,470 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/lEsfNeIOWR
— ANI (@ANI) August 20, 2020Total number of samples tested up to 19th August is 3,26,61,252 including 9,18,470 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/lEsfNeIOWR
— ANI (@ANI) August 20, 2020