ETV Bharat / bharat

আড়াইমাসে একদিনে সবচেয়ে কম মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল 73 লাখ - ভারতে করোনা সংক্রমণ

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 73 লাখ 7 হাজার 97 । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 67 হাজার 708 জন ।

corona
corona
author img

By

Published : Oct 15, 2020, 10:22 AM IST

Updated : Oct 15, 2020, 10:35 AM IST

দিল্লি, 15 অক্টোবর : দৈনিক সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থের সংখ্যা । সম্প্রতি সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম । এইদিকে সুস্থতার হার বাড়ছে । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 67 হাজার 708 জন । কোরোনা মুক্ত হয়েছেন 81 হাজার 514 ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 73 লাখ 7 হাজার 97 । সুস্থ হয়েছেন 63 লাখ 83 হাজার 441 জন ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 680 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 11 হাজার 266 । দেশে এখন সক্রিয় আক্রান্ত 8 লাখ 12 হাজার 390 । তবে সুস্থ হয়েছে 80 শতাংশের বেশি ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেশি । গতকাল সংক্রমিত হয়েছিলেন 63 হাজার 509 জন । আজ আক্রান্তের সংখ্যা 67 হাজারের বেশি । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যান কম । গতকাল 730 জনের মৃত্যু হয়েছিল ।

28 জুলাইয়ের পর গত আড়াইমাসে একদিনে মৃতের সংখ্যা সবচেয়ে কম হয়েছে আজ । 28 জুলাই একদিনে মৃত্যু হয়েছিল 654 জনের । তারপর থেকে মৃতের সংখ্যা বেড়েছে । 800-900 ছাড়িয়ে হাজারের গণ্ডি ছুঁয়েছে । তবে কয়েকদিন ধরে হাজারের নিচে নেমেছে মৃতের সংখ্যা । সেটাই আজ নেমে হয়েছে 680 ।

এদিকে, রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 54 হাজার 389 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 96 হাজার 761 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 67 হাজার 465 । সক্রিয় আক্রান্ত 41 হাজার 669 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 35 হাজার 371 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 14 হাজার 6 ।

24 ঘণ্টায় 11 লাখ 36 হাজার 183 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 14 অক্টোবর পর্যন্ত মোট 9 কোটি 12 লাখ 26 হাজার 305 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 15 অক্টোবর : দৈনিক সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থের সংখ্যা । সম্প্রতি সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম । এইদিকে সুস্থতার হার বাড়ছে । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 67 হাজার 708 জন । কোরোনা মুক্ত হয়েছেন 81 হাজার 514 ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 73 লাখ 7 হাজার 97 । সুস্থ হয়েছেন 63 লাখ 83 হাজার 441 জন ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 680 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 11 হাজার 266 । দেশে এখন সক্রিয় আক্রান্ত 8 লাখ 12 হাজার 390 । তবে সুস্থ হয়েছে 80 শতাংশের বেশি ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেশি । গতকাল সংক্রমিত হয়েছিলেন 63 হাজার 509 জন । আজ আক্রান্তের সংখ্যা 67 হাজারের বেশি । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যান কম । গতকাল 730 জনের মৃত্যু হয়েছিল ।

28 জুলাইয়ের পর গত আড়াইমাসে একদিনে মৃতের সংখ্যা সবচেয়ে কম হয়েছে আজ । 28 জুলাই একদিনে মৃত্যু হয়েছিল 654 জনের । তারপর থেকে মৃতের সংখ্যা বেড়েছে । 800-900 ছাড়িয়ে হাজারের গণ্ডি ছুঁয়েছে । তবে কয়েকদিন ধরে হাজারের নিচে নেমেছে মৃতের সংখ্যা । সেটাই আজ নেমে হয়েছে 680 ।

এদিকে, রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 54 হাজার 389 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 96 হাজার 761 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 67 হাজার 465 । সক্রিয় আক্রান্ত 41 হাজার 669 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 35 হাজার 371 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 14 হাজার 6 ।

24 ঘণ্টায় 11 লাখ 36 হাজার 183 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 14 অক্টোবর পর্যন্ত মোট 9 কোটি 12 লাখ 26 হাজার 305 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

Last Updated : Oct 15, 2020, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.