ETV Bharat / bharat

বাড়ি ফিরলেন 72 দেশের 60 হাজার নাগরিক : বিদেশ মন্ত্রক

author img

By

Published : Apr 30, 2020, 10:36 PM IST

72টি দেশের 60 হাজার নাগরিককে তাদের দেশে পাঠানো হয়েছে । বিদেশ মন্ত্রক সূত্রে খবর, লকডাউন উঠলেই আরবের দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হবে।

ছবি
ছবি

দিল্লি, 30 এপ্রিল : দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই পরিস্থিতিতে 72টি দেশের 60 হাজার জনকে সংশ্লিষ্ট দেশগুলিতে পাঠানো হল । আজই বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয় ।

এনিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ইতিমধ্যে 60 হাজার বিদেশিকে তাঁদের দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যও আলোচনা চলছে । প্রবাসী ভারতীয়দের যথাযথ সাহায্য় করার চেষ্টা চলছে।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, লকডাউন উঠলেই আরবের দেশগুলি থেকে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে নৌ সেনার জাহাজ ও বায়ুসেনারও সাহায্য নেওয়া হবে।

সোমবারই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR) তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিন থেকে আনা কিট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল । তাদের তরফে জানানো হয়, COVID-19 পরীক্ষার ক্ষেত্রে চিনের দুই সংস্থা গুয়াংঝউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজ়োন ডায়াগনস্টিকের তৈরি কিট ত্রুটিপূর্ণ । কোরোনা সংক্রমণ বা গতিপ্রকৃতি নির্ণয়ে যথাযথ নয় এই কিট । এনিয়ে ইতিমধ্যেই ICMR-এর কড়া সমালোচনা করেছে চিন। চিনের তরফে বলা হয়, ICMR টেস্টিং কিটকে যেভাবে ত্রুটিপূর্ণ বলছে, তার কোনও ভিত্তি নেই । চিনের টেস্টিং কিটকে দেশের কোনও একটি সংস্থার এভাবে ত্রুটিপূর্ণ বলে দেওয়া অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় । আজ এনিয়ে সেভাবে কোনও জবাব পাওয়া যায়নি বিদেশ মন্ত্রকের তরফে । বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "সম্পূর্ণ বিষয়টি দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা খতিয়ে দেখছে।"

অনুরাগ শ্রীবাস্তব জানান, ইতিমধ্যে 20টির বেশি দেশে 2.8 মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন ও 1.9 মিলিয়ন প্যারাসিটামল ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। বাণিজ্যিকভাবেও বহু দেশে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল রপ্তানি করা হয়েছে ।

দিল্লি, 30 এপ্রিল : দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই পরিস্থিতিতে 72টি দেশের 60 হাজার জনকে সংশ্লিষ্ট দেশগুলিতে পাঠানো হল । আজই বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয় ।

এনিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ইতিমধ্যে 60 হাজার বিদেশিকে তাঁদের দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যও আলোচনা চলছে । প্রবাসী ভারতীয়দের যথাযথ সাহায্য় করার চেষ্টা চলছে।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, লকডাউন উঠলেই আরবের দেশগুলি থেকে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে নৌ সেনার জাহাজ ও বায়ুসেনারও সাহায্য নেওয়া হবে।

সোমবারই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR) তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিন থেকে আনা কিট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল । তাদের তরফে জানানো হয়, COVID-19 পরীক্ষার ক্ষেত্রে চিনের দুই সংস্থা গুয়াংঝউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজ়োন ডায়াগনস্টিকের তৈরি কিট ত্রুটিপূর্ণ । কোরোনা সংক্রমণ বা গতিপ্রকৃতি নির্ণয়ে যথাযথ নয় এই কিট । এনিয়ে ইতিমধ্যেই ICMR-এর কড়া সমালোচনা করেছে চিন। চিনের তরফে বলা হয়, ICMR টেস্টিং কিটকে যেভাবে ত্রুটিপূর্ণ বলছে, তার কোনও ভিত্তি নেই । চিনের টেস্টিং কিটকে দেশের কোনও একটি সংস্থার এভাবে ত্রুটিপূর্ণ বলে দেওয়া অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় । আজ এনিয়ে সেভাবে কোনও জবাব পাওয়া যায়নি বিদেশ মন্ত্রকের তরফে । বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "সম্পূর্ণ বিষয়টি দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা খতিয়ে দেখছে।"

অনুরাগ শ্রীবাস্তব জানান, ইতিমধ্যে 20টির বেশি দেশে 2.8 মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন ও 1.9 মিলিয়ন প্যারাসিটামল ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। বাণিজ্যিকভাবেও বহু দেশে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল রপ্তানি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.