ETV Bharat / bharat

তীক্ষ্ণ স্মৃতিশক্তি, 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ নাম 6 বছরের ক্ষুদের - ইন্ডিয়া বুক অফ রেকর্ডস

ছবছরের ছোট্ট শ্রেয়াংশ সহজেই পৃথিবীর সমস্ত দেশ ও তাদের রাজধানী, শহরের বানানসহ নাম বলে দিতে পারে ৷ চিনে নিতে পারে সেইসব দেশের জাতীয় পতাকা ৷ পৃথিবীর মানচিত্র সম্পর্কে অভূতপূর্ব জ্ঞান থাকা শ্রেয়াংশ দেখিয়ে দিয়েছে এসবকিছুই ছেলে খেলা নয় । এত অল্প বয়সে শ্রেয়াংশের এমন কৃতিত্বে বাবা-মা তথা অন্ধ্র প্রদেশ গর্বিত ৷

Shreyansh
শ্রেয়াংশ ভরদ্বাজ
author img

By

Published : Oct 23, 2020, 10:51 PM IST

নেল্লোর, 23 অক্টোবর : অন্ধ্রপ্রদেশের ছয় বছরের একটি ক্ষুদে প্রমাণ করে দিল বয়সটা কোনও বিষয় নয় ৷ নেল্লোর বাসিন্দা শ্রেয়াংশ ভরদ্বাজ তীক্ষ্ন স্মৃতিশক্তির পরিচয় দিয়ে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ নিজের নাম লিখিয়ে নিল ৷

ছবছরের ছোট্ট শ্রেয়াংশ সহজেই পৃথিবীর সমস্ত দেশ ও তাদের রাজধানী, শহরের বানানসহ নাম বলে দিতে পারে ৷ চিনে নিতে পারে সেইসব দেশের জাতীয় পতাকা ৷ পৃথিবীর মানচিত্র সম্পর্কে অভূতপূর্ব জ্ঞান থাকা শ্রেয়াংশ দেখিয়ে দিয়েছে এসবকিছুই ছেলে খেলা নয় । এত অল্প বয়সে শ্রেয়াংশের এমন কৃতিত্বে বাবা-মা তথা অন্ধ্রপ্রদেশ গর্বিত ৷

শহুরে চিকিৎসক দম্পতি মহেশ ও ভার্গবীর ছেলে শ্রেয়াংশের ঝুলিতে যোগ হয়েছে এমন দুর্লভ স্মৃতিশক্তির শংসাপত্র ৷ তাঁর বাবা মা ETV ভারতকে জানিয়েছেন, লকডাউনের সময়টি কাজে লাগিয়েছে শ্রেয়াংশ ৷ ওই সময়ে সমস্ত দেশের নাম মগজে রেখে নিয়েছে ৷

তাঁর বাবা-মা বলেন, "আমরা তাঁর জ্ঞান বৃদ্ধিতে সহায়তার জন্য লকডাউনে একটি বিশ্বের মানচিত্র, বিভিন্ন চার্ট এবং খেলনা নিয়ে এসেছি ৷ আমরা আরও অবাক হয়েছি পাঁচ মাসের স্বল্প সময়ের মধ্যে সে সমস্ত কিছু শিখেছে ৷ আমরা ওর অনন্য স্মৃতিশক্তির পরিচয় পেয়ে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এর সাথে যোগাযোগ করি ৷"

তাঁদের ছেলের প্রতিভা স্বীকৃতি পাওয়ায় আনন্দ প্রকাশ করে জানান, "শ্রেয়াংশ তাঁর দক্ষতা প্রমাণ করেছে এবং পদক জিতেছে । পড়াশুনোর পাশাপাশি সে দাবা এবং সংগীত চর্চাও করে ৷ যা ওর মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে ।"

নেল্লোর, 23 অক্টোবর : অন্ধ্রপ্রদেশের ছয় বছরের একটি ক্ষুদে প্রমাণ করে দিল বয়সটা কোনও বিষয় নয় ৷ নেল্লোর বাসিন্দা শ্রেয়াংশ ভরদ্বাজ তীক্ষ্ন স্মৃতিশক্তির পরিচয় দিয়ে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ নিজের নাম লিখিয়ে নিল ৷

ছবছরের ছোট্ট শ্রেয়াংশ সহজেই পৃথিবীর সমস্ত দেশ ও তাদের রাজধানী, শহরের বানানসহ নাম বলে দিতে পারে ৷ চিনে নিতে পারে সেইসব দেশের জাতীয় পতাকা ৷ পৃথিবীর মানচিত্র সম্পর্কে অভূতপূর্ব জ্ঞান থাকা শ্রেয়াংশ দেখিয়ে দিয়েছে এসবকিছুই ছেলে খেলা নয় । এত অল্প বয়সে শ্রেয়াংশের এমন কৃতিত্বে বাবা-মা তথা অন্ধ্রপ্রদেশ গর্বিত ৷

শহুরে চিকিৎসক দম্পতি মহেশ ও ভার্গবীর ছেলে শ্রেয়াংশের ঝুলিতে যোগ হয়েছে এমন দুর্লভ স্মৃতিশক্তির শংসাপত্র ৷ তাঁর বাবা মা ETV ভারতকে জানিয়েছেন, লকডাউনের সময়টি কাজে লাগিয়েছে শ্রেয়াংশ ৷ ওই সময়ে সমস্ত দেশের নাম মগজে রেখে নিয়েছে ৷

তাঁর বাবা-মা বলেন, "আমরা তাঁর জ্ঞান বৃদ্ধিতে সহায়তার জন্য লকডাউনে একটি বিশ্বের মানচিত্র, বিভিন্ন চার্ট এবং খেলনা নিয়ে এসেছি ৷ আমরা আরও অবাক হয়েছি পাঁচ মাসের স্বল্প সময়ের মধ্যে সে সমস্ত কিছু শিখেছে ৷ আমরা ওর অনন্য স্মৃতিশক্তির পরিচয় পেয়ে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এর সাথে যোগাযোগ করি ৷"

তাঁদের ছেলের প্রতিভা স্বীকৃতি পাওয়ায় আনন্দ প্রকাশ করে জানান, "শ্রেয়াংশ তাঁর দক্ষতা প্রমাণ করেছে এবং পদক জিতেছে । পড়াশুনোর পাশাপাশি সে দাবা এবং সংগীত চর্চাও করে ৷ যা ওর মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.