ETV Bharat / bharat

খেলতে খেলতে ২০০ ফুট গভীর গর্তে ৬ বছরের রবি

২০০ ফুট গভীর গর্তে ৬ বছরের নাবালক। চলছে উদ্ধারকাজ।

চলছে উদ্ধারকাজ
author img

By

Published : Feb 21, 2019, 12:53 AM IST

পুনে, ২১ ফেব্রুয়ারি : ২০০ ফুট গভীর গর্তে পড়ে গেল ৬ বছরের নাবালক। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পুনের থোরানডালে গ্রামে। নাবালকের নাম রবি পণ্ডিত বিল।

স্থানীয় আম্বেগাঁও থানার তরফে জানানো হয়েছে, রবি গর্তের ১০ ফুটের মধ্যে আটকে রয়েছে। ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। রবির বাবা সেখানে কাজ করছেন। পরিবার নিয়ে তিনি ওখানেই থাকছিলেন। গতকাল বিকেলে খেলতে খেলতে হঠাৎই রবি গর্তে পড়ে যায়।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রবিকে উদ্ধারের কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। স্থানীয় প্রশাসন ও পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থানে রয়েছেন।

পুনে, ২১ ফেব্রুয়ারি : ২০০ ফুট গভীর গর্তে পড়ে গেল ৬ বছরের নাবালক। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পুনের থোরানডালে গ্রামে। নাবালকের নাম রবি পণ্ডিত বিল।

স্থানীয় আম্বেগাঁও থানার তরফে জানানো হয়েছে, রবি গর্তের ১০ ফুটের মধ্যে আটকে রয়েছে। ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। রবির বাবা সেখানে কাজ করছেন। পরিবার নিয়ে তিনি ওখানেই থাকছিলেন। গতকাল বিকেলে খেলতে খেলতে হঠাৎই রবি গর্তে পড়ে যায়।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রবিকে উদ্ধারের কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। স্থানীয় প্রশাসন ও পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থানে রয়েছেন।


नई दिल्ली, 20 फरवरी (ANI): पुलवामा मे सीआरपीएफ के काफिले पर हुये हमले के बाद पाकिस्तान को 5 दिन का वक्त लगा कोई आधिकारिक बयान देने मे। पाकिस्तान के प्रधानमंत्री इमरान खांन ने इस बयान मे ना तो कोई गम्भीरता थी और ना ही सीआरपीएफ जवानों की शहादत पर संवेदना के दो शब्द। इसके उलट अपने पूर्ववर्ती प्रधानमंत्रियों की तरह इमरान खांन भी पुलवामा हमले मे पाकिस्तान के शामिल होने के सबूत मांगते नजर आये। कश्मीर का राग भी अलापा और युद्ध की गीदडभभकी भी दी। जबकि पुलवामा हमले की जिम्मेदारी खुद आतंकी संगठन जैशे मुहम्मद ले चुका है और पाकिस्तान स्थित इस आतंकी संगठन का सरगना मौलाना मसूद अजहर पाकिस्तान से अपनी गतिविधियां चला रहा है।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.