ETV Bharat / bharat

কোরোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশ পেরোল দেশে

আজ কেরালায় কোরোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন ৷ অন্যদিকে কর্নাটকেও আক্রান্ত হয়েছেন চারজন ৷ তাদের চিকিৎসার জন্য় আইসোলেশন বিভাগে রাখা হয়েছে ৷ পরিবারের সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

COVID-19
কেরালায় কোরোনায় আক্রান্ত 6, কর্নাটকে 4
author img

By

Published : Mar 10, 2020, 1:53 PM IST

Updated : Mar 10, 2020, 7:52 PM IST

বেঙ্গালুরু ও তিরুবনন্তপুরম, 10 মার্চ : ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ আজ ফের কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয়জন। অন্যদিকে কর্নাটকে আক্রান্ত হয়েছেন চারজন ৷ ইতিমধ্যেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে ।

আজ নতুন করে 6 জনের আক্রান্ত হওয়ায় কেরালায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 12-তে ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কোরোনা ভাইরাসের সতর্কতায় আগামী 31 মার্চ পর্যন্ত ক্লাস 7 অবধি স্কুল ও পরীক্ষা স্থগিত থাকবে ৷ ক্লাস 8, 9 ও 10 -র পরীক্ষা সূচি অনুযায়ী হবে। ৩১ মার্চ পর্যন্ত সব টিউশন, অঙ্গনওয়াড়ি ও মাদ্রাসা বন্ধ থাকবে ৷

অন্যদিকে কর্নাটকেও চারজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু বলেন, ‘‘আক্রান্তদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের আলাদাভাবে নজরদারিতে রাখা হয়েছে ৷ আমি রাজ্যবাসীকে অনুরোধ করছি, সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সবরকমের সহায়তা করার ৷’’

ভারতে প্রথম কোরোনা ভাইরাসের প্রবেশ হয় কেরালাতেই ৷ প্রথম আক্রান্ত তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, বিগত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। কোরালায় ইতিমধ্যেই কোরোনার চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে ৷

বেঙ্গালুরু ও তিরুবনন্তপুরম, 10 মার্চ : ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ আজ ফের কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয়জন। অন্যদিকে কর্নাটকে আক্রান্ত হয়েছেন চারজন ৷ ইতিমধ্যেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে ।

আজ নতুন করে 6 জনের আক্রান্ত হওয়ায় কেরালায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 12-তে ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কোরোনা ভাইরাসের সতর্কতায় আগামী 31 মার্চ পর্যন্ত ক্লাস 7 অবধি স্কুল ও পরীক্ষা স্থগিত থাকবে ৷ ক্লাস 8, 9 ও 10 -র পরীক্ষা সূচি অনুযায়ী হবে। ৩১ মার্চ পর্যন্ত সব টিউশন, অঙ্গনওয়াড়ি ও মাদ্রাসা বন্ধ থাকবে ৷

অন্যদিকে কর্নাটকেও চারজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু বলেন, ‘‘আক্রান্তদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের আলাদাভাবে নজরদারিতে রাখা হয়েছে ৷ আমি রাজ্যবাসীকে অনুরোধ করছি, সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সবরকমের সহায়তা করার ৷’’

ভারতে প্রথম কোরোনা ভাইরাসের প্রবেশ হয় কেরালাতেই ৷ প্রথম আক্রান্ত তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, বিগত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। কোরালায় ইতিমধ্যেই কোরোনার চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে ৷

Last Updated : Mar 10, 2020, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.