ETV Bharat / bharat

উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভূমিকম্প, মৃদু কম্পন শিলিগুড়িতেও

দুপুর 2 টো 53 মিনিট নাগাদ অরুণাচল প্রদেশ ও অসমের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয় ৷ শিলিগুড়িতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয় ৷ মাত্রা ছিল 5.6 ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 19, 2019, 4:33 PM IST

শিলিগুড়ি, 19 জুলাই : আজ দুপুর 2 টো 53 মিনিট নাগাদ অরুণাচল প্রদেশ ও অসমের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6৷ তবে উত্তর পূর্বের রাজ্যগুলির ভূ-কম্পের প্রভাব পড়ে এরাজ্যের উত্তরবঙ্গের একাধিক জায়গায়। শিলিগুড়িতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়৷

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অসমের জোড়হাট থেকে 170 কিমি উত্তর পশ্চিমের একটি এলাকা এই ভূমিকম্পের উপকেন্দ্র ৷ গুয়াহাটি ও অসমের কিছু অংশে এর প্রভাব অনুভূত হয় ৷ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও মৃদু কম্পন বোঝা যায় ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷

শিলিগুড়ি, 19 জুলাই : আজ দুপুর 2 টো 53 মিনিট নাগাদ অরুণাচল প্রদেশ ও অসমের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6৷ তবে উত্তর পূর্বের রাজ্যগুলির ভূ-কম্পের প্রভাব পড়ে এরাজ্যের উত্তরবঙ্গের একাধিক জায়গায়। শিলিগুড়িতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়৷

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অসমের জোড়হাট থেকে 170 কিমি উত্তর পশ্চিমের একটি এলাকা এই ভূমিকম্পের উপকেন্দ্র ৷ গুয়াহাটি ও অসমের কিছু অংশে এর প্রভাব অনুভূত হয় ৷ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও মৃদু কম্পন বোঝা যায় ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷

New Delhi, July 19 (ANI): Congress leader Shashi Tharoor raised issues related to National Register of Citizens in Lok Sabha on Friday. He said, "57 people in Assam have committed suicide because the National Register of Citizens (NRC) has excluded them, ironically, the majority of these people are Hindus."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.