ETV Bharat / bharat

দিল্লিতে মৃত্যু দেশের সর্বকনিষ্ঠ কোরোনা আক্রান্তের - কোরোনা সংংক্রান্ত খবর

দিল্লির একটি হাসপাতালে ভরতি ছিল । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় 45 দিনের শিশুটির । ওই হাসপাতালে 10 মাসের আরেক শিশুর শরীরেও কোরোনা সংক্রমণ পাওয়া গেছে ।

corona
corona
author img

By

Published : Apr 19, 2020, 3:13 PM IST

দিল্লি, এপ্রিল : এবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 45 দিনের এক শিশুর । দিল্লির কলাবতী সরন হাসপাতালে আজ তার মৃত্যু হয় । ভরতি ছিল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে । এখনও পর্যন্ত এই শিশুটিই কোরোনায় ভারতের সর্বকনিষ্ঠ মৃত ।

গতকাল শিশুটির রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । তারপরই তাকে কলাবতী সরন হাসপাতালের ICU -তে স্থানান্তরিত করা হয় । চিকিৎসকরা বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি । আজ সকালে তার মৃত্যু হয় । তার বাবার রিপোর্টেও কোরোনা পজ়িটিভ এসেছে । এর পাশাপাশি হাসপাতালের ICU-তে থাকা অন্য একটি 10 মাসের শিশুর শরীরেও কোরোনার সংক্রমণ মিলেছে ।

এই সংক্রান্ত আরও খবর : গুজরাতে কোরোনায় মৃত্যু 14 মাসের শিশুর

ICU-র মধ্যে দু'টি শিশুর শরীরে কোরোনা ভাইরাস মেলায় রীতিমতো আতঙ্কে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । ওয়ার্ডে থাকা অন্য শিশুদেরও সংক্রমণের প্রবল আশঙ্কা রয়েছে । তাই আজ সকাল থেকেই ICU স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয় কলাবতী সরন হাসপাতালে ।

দিল্লি, এপ্রিল : এবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 45 দিনের এক শিশুর । দিল্লির কলাবতী সরন হাসপাতালে আজ তার মৃত্যু হয় । ভরতি ছিল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে । এখনও পর্যন্ত এই শিশুটিই কোরোনায় ভারতের সর্বকনিষ্ঠ মৃত ।

গতকাল শিশুটির রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । তারপরই তাকে কলাবতী সরন হাসপাতালের ICU -তে স্থানান্তরিত করা হয় । চিকিৎসকরা বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি । আজ সকালে তার মৃত্যু হয় । তার বাবার রিপোর্টেও কোরোনা পজ়িটিভ এসেছে । এর পাশাপাশি হাসপাতালের ICU-তে থাকা অন্য একটি 10 মাসের শিশুর শরীরেও কোরোনার সংক্রমণ মিলেছে ।

এই সংক্রান্ত আরও খবর : গুজরাতে কোরোনায় মৃত্যু 14 মাসের শিশুর

ICU-র মধ্যে দু'টি শিশুর শরীরে কোরোনা ভাইরাস মেলায় রীতিমতো আতঙ্কে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । ওয়ার্ডে থাকা অন্য শিশুদেরও সংক্রমণের প্রবল আশঙ্কা রয়েছে । তাই আজ সকাল থেকেই ICU স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয় কলাবতী সরন হাসপাতালে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.