ETV Bharat / bharat

38 বছর আগে পরিত্যাগের জন্য মায়ের কাছে 1.5 কোটি দাবি ব্যক্তির

40 বছর বয়সি শ্রীকান্তের বক্তব্য , দু'বছর বয়সে মুম্বইয়ে তাঁকে তাঁর জন্মদাত্রী মা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন । এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । অপরিচিত শহরে তাঁকে ভিক্ষা করতে হয়েছে । এই কারণে তাকে তাঁর জন্মদাত্রী মা আরতি মাশকর ও তাঁর দ্বিতীয় স্বামী উদয় মাশকরকে ক্ষতিপূরণ দিতে হবে ।

BOMBAY HIGH COURT
বোম্বে হাইকোর্ট
author img

By

Published : Jan 13, 2020, 12:09 AM IST

Updated : Jan 13, 2020, 12:25 AM IST

মুম্বই, 12 জানুয়ারি : 38 বছর আগে পরিত্যক্ত করায় জন্মদাত্রী মায়ের থেকে দেড় কোটি টাকা দাবি করে বম্বে হাইকোর্টে আবেদন করল ছেলে । মেক আপ শিল্পী শ্রীকান্ত সবনিসের দাবি, অপরিচিত শহরে তাঁকে অত্যন্ত বেদনা ও প্রবল মনোকষ্টের মধ্যে কাটাতে হয়েছে । তাঁর মা তাঁকে মেনে নিতে চায়নি । সব কিছু তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ের কাছে লুকোতে বলে ।

40 বছর বয়সি শ্রীকান্তের বক্তব্য , দু'বছর বয়সে মুম্বইয়ে তাঁকে জন্মদাত্রী মা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন । এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । অপরিচিত শহরে তাঁকে ভিক্ষা করতে হয়েছে । এই কারণে তাকে তাঁর জন্মদাত্রী মা আরতি মাশকর ও তাঁর দ্বিতীয় স্বামী উদয় মাশকরকে ক্ষতিপূরণ দিতে হবে ।

তাঁর আবেদন অনুযায়ী জানা গেছে , আরতি মাশকর প্রথম দীপক সবনিসকে বিয়ে করেছিলেন । 1979 সালে শ্রীকান্তের জন্ম হয় । সেই সময় তাঁরা পুনেতে থাকতেন । 1981 সালে সিনেমায় কাজ করার জন্য অরতি মুম্বইয়ে চলে আসেন । শ্রীকান্তকেও তিনি সঙ্গে নিয়ে আসেন ।

মুম্বইয়ে আসার পর আরতি শ্রীকান্তকে ট্রেনে ছেড়ে দেন । শ্রীকান্তকে রেলে একজন আধিকারিক খুঁজে পান । তাঁকে তিনি একটি হোমে পাঠিয়ে দেন । এরপর পাঁচ বছর আইনি লড়াই শেষে শ্রীকান্তের দিদিমা তাঁর আইনি অধিকার পান । তিনি তাঁর দিদিমার সঙ্গেই থাকতেন । দিদিমা মারা যাওয়ার পর মাসির কাছে চলে যান শ্রীকান্ত ।

2017 সালে তাঁর জন্মদাত্রী মায়ের খোঁজ পান শ্রীকান্ত । এরপর 2018 সালের সেপ্টেম্বরে তিনি তাঁর মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন । সেই সময় আরতি স্বীকার করেন যে তিনি তাঁর ছেলে ৷ তাঁকে অনিবার্য পরিস্থিতিতে ত্যাগ করতে বাধ্য হন ।

এর পর শ্রীকান্ত তাঁর মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা করেন । তাঁরা সেই সময় তাঁকে সব কিছু লুকোতে বলে ।

শ্রীকান্তের আইনজীবী বলেন , "আমার মক্কেলকে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে । বিভিন্ন আত্মীয়দের দরজায় দরজায় আশ্রয় চাইতে হয়েছে । তাঁর শৈশব এই অগ্রহণযোগ্য পরিস্থিতিতে পুরো শেষ হয়ে গিয়েছিল । আরতি এবং উদয় মাশকর আমার মক্কেলের মানসিক শান্তি নষ্ট করেছে, যে কারণে তাঁদের ক্ষতিপূরণ দিতেই হবে। "

শ্রীকান্তের আবেদন ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে গৃহীত হয়েছে । বিচারপতি এ কে মেনন সোমবার তাঁর আবেদন শুনবেন ।

মুম্বই, 12 জানুয়ারি : 38 বছর আগে পরিত্যক্ত করায় জন্মদাত্রী মায়ের থেকে দেড় কোটি টাকা দাবি করে বম্বে হাইকোর্টে আবেদন করল ছেলে । মেক আপ শিল্পী শ্রীকান্ত সবনিসের দাবি, অপরিচিত শহরে তাঁকে অত্যন্ত বেদনা ও প্রবল মনোকষ্টের মধ্যে কাটাতে হয়েছে । তাঁর মা তাঁকে মেনে নিতে চায়নি । সব কিছু তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ের কাছে লুকোতে বলে ।

40 বছর বয়সি শ্রীকান্তের বক্তব্য , দু'বছর বয়সে মুম্বইয়ে তাঁকে জন্মদাত্রী মা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন । এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । অপরিচিত শহরে তাঁকে ভিক্ষা করতে হয়েছে । এই কারণে তাকে তাঁর জন্মদাত্রী মা আরতি মাশকর ও তাঁর দ্বিতীয় স্বামী উদয় মাশকরকে ক্ষতিপূরণ দিতে হবে ।

তাঁর আবেদন অনুযায়ী জানা গেছে , আরতি মাশকর প্রথম দীপক সবনিসকে বিয়ে করেছিলেন । 1979 সালে শ্রীকান্তের জন্ম হয় । সেই সময় তাঁরা পুনেতে থাকতেন । 1981 সালে সিনেমায় কাজ করার জন্য অরতি মুম্বইয়ে চলে আসেন । শ্রীকান্তকেও তিনি সঙ্গে নিয়ে আসেন ।

মুম্বইয়ে আসার পর আরতি শ্রীকান্তকে ট্রেনে ছেড়ে দেন । শ্রীকান্তকে রেলে একজন আধিকারিক খুঁজে পান । তাঁকে তিনি একটি হোমে পাঠিয়ে দেন । এরপর পাঁচ বছর আইনি লড়াই শেষে শ্রীকান্তের দিদিমা তাঁর আইনি অধিকার পান । তিনি তাঁর দিদিমার সঙ্গেই থাকতেন । দিদিমা মারা যাওয়ার পর মাসির কাছে চলে যান শ্রীকান্ত ।

2017 সালে তাঁর জন্মদাত্রী মায়ের খোঁজ পান শ্রীকান্ত । এরপর 2018 সালের সেপ্টেম্বরে তিনি তাঁর মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন । সেই সময় আরতি স্বীকার করেন যে তিনি তাঁর ছেলে ৷ তাঁকে অনিবার্য পরিস্থিতিতে ত্যাগ করতে বাধ্য হন ।

এর পর শ্রীকান্ত তাঁর মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা করেন । তাঁরা সেই সময় তাঁকে সব কিছু লুকোতে বলে ।

শ্রীকান্তের আইনজীবী বলেন , "আমার মক্কেলকে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে । বিভিন্ন আত্মীয়দের দরজায় দরজায় আশ্রয় চাইতে হয়েছে । তাঁর শৈশব এই অগ্রহণযোগ্য পরিস্থিতিতে পুরো শেষ হয়ে গিয়েছিল । আরতি এবং উদয় মাশকর আমার মক্কেলের মানসিক শান্তি নষ্ট করেছে, যে কারণে তাঁদের ক্ষতিপূরণ দিতেই হবে। "

শ্রীকান্তের আবেদন ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে গৃহীত হয়েছে । বিচারপতি এ কে মেনন সোমবার তাঁর আবেদন শুনবেন ।

Shimla (Himachal Pradesh), Jan 12 (ANI): India Meteorological Department (IMD) has issued 'yellow warning' in Himachal Pradesh from January 13th to January 16th. While speaking to ANI, Director of Meteorological Centre in Shimla, Manmohan Singh said, "Due to some western disturbance the weather in Shimla can be changed in the coming days. There is probability of rainfall, snowfall during night time." "Warning has been issued for January 13 for the upper regions of Himachal Pradesh," he added. To help prepare people for disruptive weather IMD provides colour-coded warnings to keep the public informed. Yellow is the least dangerous out of the weather warnings which means 'be aware'.
Last Updated : Jan 13, 2020, 12:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.