ETV Bharat / bharat

এনকাউন্টারে মৃত্যু হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের - undefined

চাপ বাড়ছিল রাজ্য় সরকারের উপর ৷ তদন্ত চলছিল ৷ তদন্তের স্বার্থেই আজ ভোর রাতে অকুস্থলে নিয়ে যাওয়া হয় 4 অভিযুক্তকে ৷

ss
ss
author img

By

Published : Dec 6, 2019, 7:40 AM IST

Updated : Dec 6, 2019, 10:38 AM IST

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের পুলিশের এনকাউন্টারে মৃত্যু ৷ আজ ভোরে 44 নম্বর জাতীয় সড়কের উপর সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ চারিদিকে পুলিশের কড়া নিরাপত্তা ৷ কিন্তু কুয়াশার সুযোগে পালাতে চেষ্টা করে ওই চারজন ৷ খেতের মধ্যে দিয়ে তারা পালাতে থাকে ৷ প্রথমে থামতে বলা হয় ৷ শূন্যে গুলি চালানো হয় ৷ তারপরই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ করা হয় এনকাউন্টার ৷ হায়দরাবাদ পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷

image
এনকাউন্টার স্থানে হায়দরাবাদ পুলিশ

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন , আগে থেকে ঠিক করেই 4 অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থানে যাওয়া হয়েছিল ৷ উদ্দেশ্য ছিল, সে দিন কী ভাবে ঘটনা ঘটিয়েছিল তারা, তা ভালো করে বুঝে নেওয়া ৷ তখন ঘড়িতে ভোর সাড়ে তিনটে ৷ পুলিশি প্রহরা ছিল যথেষ্ট ৷ গোটা এলাকা ছিল কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগেই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ তখনই এনকাউন্টার করা হয় ৷

সপ্তাহ দেড়েক আগে যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে এই 4 অভিযুক্ত ৷ তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় তোলপাড় শুরু হয় গোটা দেশে ৷ উত্তাল হয় সংসদও ৷ দ্রুত দোষীদের শাস্তির দাবিতে শুরু প্রতিবাদ-বিক্ষোভ ৷ দোষীদের চরম শাস্তির দাবি ওঠে ৷ 4 অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুর চরম শাস্তি চান নিগৃহীতার পরিবারও ৷

হায়দরাবাদ এনকাউন্টার

আরও পড়ুন: এনকাউন্টার : অন্তত সরকারি অতিথি হয়ে দুষ্কৃতীরা থাকবে না, মত স্বাতীর

ক্রমেই চাপ বাড়ছিল রাজ্য সরকারের উপর ৷ তদন্ত চলছিল ৷ তদন্তের স্বার্থেই আজ ভোরে অকুস্থলে নিয়ে যাওয়া হয় 4 অভিযুক্তকে ৷ এনকাউন্টারের খবরে ওই তরুণীর পরিবার প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছে৷ তাঁরা খুশি বলেও জানিয়েছেন ৷

এ দিনের এনকাউন্টার মনে করিয়ে দিল বছর কয়েক আগে আর একটি ঘটনাকে, সেবার অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছিলেন এক তরুণী ৷ সেই ঘটনার পরদিনই এনকাউন্টারে মৃত্যু হয়েছিল অভিযুক্তের ৷

image
হায়দরাবাদ পুলিশ

আরও পড়ুন: অন্তত একটি মেয়ে তো সুবিচার পেল, বললেন নির্ভয়ার মা

3 ডিসেম্বর অনশনে বসেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ এনকাউন্টারে 4 অভিযুক্তের মৃত্যুর পরও তিনি অনশন তোলেননি ৷ বলেন , "এরপর অভিযুক্তরা অন্তত আর সরকারি অতিথি হয়ে থাকছে না ৷ এই অনশন ততদিন চলবে যতদিন না রাষ্ট্র ধর্ষণের বিরুদ্ধে একটি কঠোর শাস্তি ব্যবস্থা গড়ে তোলে ৷ " জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন , "আমরা সবসময়ই ধর্ষকের মৃত্যুদণ্ড চেয়েছিলাম ৷ কিন্তু আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে ধর্ষকদের দ্রুত শাস্তি হলে ভালো হত ৷পুলিশ বলল ওরা পালাতে চাইছিল ৷ তাই সেই সময়ে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ৷ " সমাজকর্মী তৃপ্তি দেসাই বলেন , "অভিযুক্তরা পালিয়ে গেলে আবার হয়তো একই ঘটনা ঘটাতে পারত ৷ পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠত ৷ আমরা দেখেছি উন্নাওয়ে ধর্ষণের অভিযুক্তরা জেল থেকে বেরিয়ে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ৷ তাই পুলিশ আজ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ৷ দিশা সুবিচার পেয়েছে ৷ "

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের পুলিশের এনকাউন্টারে মৃত্যু ৷ আজ ভোরে 44 নম্বর জাতীয় সড়কের উপর সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ চারিদিকে পুলিশের কড়া নিরাপত্তা ৷ কিন্তু কুয়াশার সুযোগে পালাতে চেষ্টা করে ওই চারজন ৷ খেতের মধ্যে দিয়ে তারা পালাতে থাকে ৷ প্রথমে থামতে বলা হয় ৷ শূন্যে গুলি চালানো হয় ৷ তারপরই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ করা হয় এনকাউন্টার ৷ হায়দরাবাদ পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷

image
এনকাউন্টার স্থানে হায়দরাবাদ পুলিশ

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন , আগে থেকে ঠিক করেই 4 অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থানে যাওয়া হয়েছিল ৷ উদ্দেশ্য ছিল, সে দিন কী ভাবে ঘটনা ঘটিয়েছিল তারা, তা ভালো করে বুঝে নেওয়া ৷ তখন ঘড়িতে ভোর সাড়ে তিনটে ৷ পুলিশি প্রহরা ছিল যথেষ্ট ৷ গোটা এলাকা ছিল কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগেই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ তখনই এনকাউন্টার করা হয় ৷

সপ্তাহ দেড়েক আগে যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে এই 4 অভিযুক্ত ৷ তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় তোলপাড় শুরু হয় গোটা দেশে ৷ উত্তাল হয় সংসদও ৷ দ্রুত দোষীদের শাস্তির দাবিতে শুরু প্রতিবাদ-বিক্ষোভ ৷ দোষীদের চরম শাস্তির দাবি ওঠে ৷ 4 অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুর চরম শাস্তি চান নিগৃহীতার পরিবারও ৷

হায়দরাবাদ এনকাউন্টার

আরও পড়ুন: এনকাউন্টার : অন্তত সরকারি অতিথি হয়ে দুষ্কৃতীরা থাকবে না, মত স্বাতীর

ক্রমেই চাপ বাড়ছিল রাজ্য সরকারের উপর ৷ তদন্ত চলছিল ৷ তদন্তের স্বার্থেই আজ ভোরে অকুস্থলে নিয়ে যাওয়া হয় 4 অভিযুক্তকে ৷ এনকাউন্টারের খবরে ওই তরুণীর পরিবার প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছে৷ তাঁরা খুশি বলেও জানিয়েছেন ৷

এ দিনের এনকাউন্টার মনে করিয়ে দিল বছর কয়েক আগে আর একটি ঘটনাকে, সেবার অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছিলেন এক তরুণী ৷ সেই ঘটনার পরদিনই এনকাউন্টারে মৃত্যু হয়েছিল অভিযুক্তের ৷

image
হায়দরাবাদ পুলিশ

আরও পড়ুন: অন্তত একটি মেয়ে তো সুবিচার পেল, বললেন নির্ভয়ার মা

3 ডিসেম্বর অনশনে বসেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ এনকাউন্টারে 4 অভিযুক্তের মৃত্যুর পরও তিনি অনশন তোলেননি ৷ বলেন , "এরপর অভিযুক্তরা অন্তত আর সরকারি অতিথি হয়ে থাকছে না ৷ এই অনশন ততদিন চলবে যতদিন না রাষ্ট্র ধর্ষণের বিরুদ্ধে একটি কঠোর শাস্তি ব্যবস্থা গড়ে তোলে ৷ " জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন , "আমরা সবসময়ই ধর্ষকের মৃত্যুদণ্ড চেয়েছিলাম ৷ কিন্তু আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে ধর্ষকদের দ্রুত শাস্তি হলে ভালো হত ৷পুলিশ বলল ওরা পালাতে চাইছিল ৷ তাই সেই সময়ে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ৷ " সমাজকর্মী তৃপ্তি দেসাই বলেন , "অভিযুক্তরা পালিয়ে গেলে আবার হয়তো একই ঘটনা ঘটাতে পারত ৷ পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠত ৷ আমরা দেখেছি উন্নাওয়ে ধর্ষণের অভিযুক্তরা জেল থেকে বেরিয়ে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ৷ তাই পুলিশ আজ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ৷ দিশা সুবিচার পেয়েছে ৷ "

Mumbai, Dec 06 (ANI): Sonakshi Sinha was seen promoting her upcoming flick 'Dabangg 3' in Mumbai.
Speaking about 'Dabangg' franchise, "Dabangg's sets give me the feeling of home. It feels like I am shooting with my family. People who were with us in first film, were there in second and now in the third one too. It is fun as it feels like home. It is very special for me as I debuted with it and now even I can't believe that third installment is soon going to hit theaters. " Dabangg 3' will hit theaters on Dec 20.

Last Updated : Dec 6, 2019, 10:38 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.