ETV Bharat / bharat

দেশে ফের কমল দৈনিক সংক্রমণ, সুস্থ 76 লাখের বেশি - কোরোনাভাইরাস নিউজ

24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 38 হাজার 310জন । মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা 82 লাখ 67 হাজার 623 ।

covid
covid
author img

By

Published : Nov 3, 2020, 10:20 AM IST

দিল্লি, 3 নভেম্বর : কয়েক সপ্তাহ ধরেই দেশে সংক্রমণের হার কমেছে । কমেছে মৃত্যুর সংখ্যাও । আজও দৈনিক সংক্রমণ নেমেছে প্রায় 38 হাজারে । যা গতকালের তুলনায় কম । কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 490জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 38 হাজার 310জন । মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা 82 লাখ 67 হাজার 623 ।

তবে দৈনিক সুস্থতার হার ছাপিয়ে গিয়েছে সংক্রমণকে । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 58 হাজার 323জন । এখনও পর্যন্ত মোট 76 লাখ 3 হাজার 121জন সুস্থ হয়েছে ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 490 জন কোরোনা আক্রান্তের । মোট মৃত্যু 1 লাখ 23 হাজার 97 । তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা সাড়ে 5 লাখেরও নিচে । আজ দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 41 হাজার 405 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 16 লাখ 87 হাজার 784 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 19 হাজার 352 । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট কোরোনা আক্রান্ত 8 লাখ 29 হাজার 640 । সক্রিয় আক্রান্ত 44 হাজার 824 । সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 27 হাজার 882 । সক্রিয় আক্রান্ত 22 হাজার 538 ।

24 ঘণ্টায় 10 লাখ 46 হাজার 247জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 2 নভেম্বর পর্যন্ত মোট 11 কোটি 17 লাখ 89 হাজার 350 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ICMR ।

দিল্লি, 3 নভেম্বর : কয়েক সপ্তাহ ধরেই দেশে সংক্রমণের হার কমেছে । কমেছে মৃত্যুর সংখ্যাও । আজও দৈনিক সংক্রমণ নেমেছে প্রায় 38 হাজারে । যা গতকালের তুলনায় কম । কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 490জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 38 হাজার 310জন । মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা 82 লাখ 67 হাজার 623 ।

তবে দৈনিক সুস্থতার হার ছাপিয়ে গিয়েছে সংক্রমণকে । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 58 হাজার 323জন । এখনও পর্যন্ত মোট 76 লাখ 3 হাজার 121জন সুস্থ হয়েছে ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 490 জন কোরোনা আক্রান্তের । মোট মৃত্যু 1 লাখ 23 হাজার 97 । তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা সাড়ে 5 লাখেরও নিচে । আজ দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 41 হাজার 405 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 16 লাখ 87 হাজার 784 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 19 হাজার 352 । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট কোরোনা আক্রান্ত 8 লাখ 29 হাজার 640 । সক্রিয় আক্রান্ত 44 হাজার 824 । সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 27 হাজার 882 । সক্রিয় আক্রান্ত 22 হাজার 538 ।

24 ঘণ্টায় 10 লাখ 46 হাজার 247জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 2 নভেম্বর পর্যন্ত মোট 11 কোটি 17 লাখ 89 হাজার 350 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ICMR ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.