ETV Bharat / bharat

2 দিনে 36 শিশুর মৃত্যু; মুখ্যমন্ত্রী বলছেন, "খালি পেটে লিচু খাওয়াবেন না" - Hypoglycemia

মুজাফরপুরে 48 ঘণ্টার মধ্যে 36 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 133 জন এখনও হাসপাতালে ভরতি । চিকিৎসকদের সন্দেহ, এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভরতি হতে হয়েছে শিশুদের । যদিও, তাঁরা জানাচ্ছেন, শিশুদের মৃত্যুর কারণ হাইপোগ্লাইসিমা । অর্থাৎ, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ।

রোগী
author img

By

Published : Jun 12, 2019, 10:52 AM IST

পটনা, 12 জুন : বিহারের মুজফরপুরের বেসরকারি বা সরকারি হাসপাতালের প্রত্যেকটা শিশু ওয়ার্ডে কান পাতলেই শোনা যাচ্ছে "মায়েদের কান্না" । তথ্য বলছে 48 ঘণ্টার মধ্যে 36 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 133 জন এখনও হাসপাতালে ভরতি । চিকিৎসকদের সন্দেহ, এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভরতি হতে হয়েছে শিশুদের । যদিও, তাঁরা জানাচ্ছেন, শিশুদের মৃত্যুর কারণ হাইপোগ্লাইসিমা । অর্থাৎ, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ।

মুজ়াফ্ফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এস কে সাহি বলেন, "গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন । কিন্তু, এটা ঠিক, 90 শতাংশ শিশুর মৃত্যু হয়েছে হাইপোগ্লাইসিমার কারণে ।"

প্রতি বছরে গরমে এনসেফ্যালাইটিসের প্রাদুর্ভাব হয় মুজ়ফ্ফরপুরে । আক্রান্ত হয় 15 বছর পর্যন্ত কিশোররা । মূলত জ্বর আসা, ভুল বকতে শুরু করা- এই রোগের লক্ষণ । এর জেরে মৃত্যু তো হয়ই কোনও রোগীর কোমা পর্যন্ত হতে পারে ।

কেন বারবার শিশু মৃত্যুর ঘটনা ঘটছে ? চিন্তাপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও । তিনি বলেন, "আমরা চিন্তিত । ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি । অভিভাবকদের বোঝাতে হবে, সন্তান যেন খালি পেটে লিচু না খায় । খালি পেটে যাতে না থাকে তাও দেখতে হবে । এর ফলে হাইপোগ্লাইসিমা বাড়তে পারে ।"

পটনা, 12 জুন : বিহারের মুজফরপুরের বেসরকারি বা সরকারি হাসপাতালের প্রত্যেকটা শিশু ওয়ার্ডে কান পাতলেই শোনা যাচ্ছে "মায়েদের কান্না" । তথ্য বলছে 48 ঘণ্টার মধ্যে 36 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 133 জন এখনও হাসপাতালে ভরতি । চিকিৎসকদের সন্দেহ, এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভরতি হতে হয়েছে শিশুদের । যদিও, তাঁরা জানাচ্ছেন, শিশুদের মৃত্যুর কারণ হাইপোগ্লাইসিমা । অর্থাৎ, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ।

মুজ়াফ্ফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এস কে সাহি বলেন, "গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন । কিন্তু, এটা ঠিক, 90 শতাংশ শিশুর মৃত্যু হয়েছে হাইপোগ্লাইসিমার কারণে ।"

প্রতি বছরে গরমে এনসেফ্যালাইটিসের প্রাদুর্ভাব হয় মুজ়ফ্ফরপুরে । আক্রান্ত হয় 15 বছর পর্যন্ত কিশোররা । মূলত জ্বর আসা, ভুল বকতে শুরু করা- এই রোগের লক্ষণ । এর জেরে মৃত্যু তো হয়ই কোনও রোগীর কোমা পর্যন্ত হতে পারে ।

কেন বারবার শিশু মৃত্যুর ঘটনা ঘটছে ? চিন্তাপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও । তিনি বলেন, "আমরা চিন্তিত । ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি । অভিভাবকদের বোঝাতে হবে, সন্তান যেন খালি পেটে লিচু না খায় । খালি পেটে যাতে না থাকে তাও দেখতে হবে । এর ফলে হাইপোগ্লাইসিমা বাড়তে পারে ।"

Bhubaneswar (Odisha) May 01 ( ANI) : The Indian Meteorological Department (IMD) issued a 'yellow warning' for Odisha coast predicting heavy to very heavy rainfall at isolated places such as Boudh, Kalahandi, Sambalpur, Deogarh and Sundargarh. Cyclonic storm 'Fani,' which has intensified to severe cyclonic storm is expected to hit Odisha. The sea conditions are likely to be rough along and off the Odisha Coast on May 2 and become high to phenomenal by May 4.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.