ETV Bharat / bharat

পালঘর গণপিটুনি : 35 পুলিশকর্মীর বদলি

author img

By

Published : Apr 29, 2020, 1:29 PM IST

মহারাষ্ট্রের পালঘরের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তদন্তের আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন মুম্বইয়ের আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় । এর দিনকয়েক পরই কাসা থানার প্রায় 35 জন পুলিশকর্মীর বদলি ।

Palghar mob lynching
পালঘর গণপিটুনি

পালঘর, 29 এপ্রিল : পালঘরের গণপিটুনির ঘটনায় কাসা থানার প্রায় 35 জন পুলিশকর্মীকে বদলি করা হল । মহারাষ্ট্রের পালঘরের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তদন্তের আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন মুম্বইয়ের আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় । এর দিনকয়েক পরই 35 পুলিশকর্মীর বদলির সিদ্ধান্ত ।

পালঘরের গণপিটুনির ঘটনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বোম্বে হাইকোর্টে দাখিল করা ওই পিটিশনে কেন্দ্রীয় সরকার ও পালঘরের পুলিশ সুপারকে একটি রিপোর্ট দেওয়ার অনুরোধও করেন আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় ।

প্রসঙ্গত, 17 এপ্রিল রাতে মুম্বইয়ের কান্দিভালি থেকে পালঘরের ভেতরের রাস্তা দিয়ে গুজরাত যাওয়ার পথে চোর সন্দেহে তিন সাধুকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে গাড়চিঞ্চলে গ্রামের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ।

অভিযোগ, পালঘরের দাদরা ও নগর হাভেলি সীমান্তের গাঢ়চিনচাল গ্রামে চোর ঢোকার গুজব ছড়িয়ে পড়ে । চোর সন্দেহে তিন সাধুকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয় । পুলিশ ওই তিনজনকে উদ্ধার করতে গেলে তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর করা হয় ওই তিনজনকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের । এই ঘটনার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিয়ো ।

পালঘর, 29 এপ্রিল : পালঘরের গণপিটুনির ঘটনায় কাসা থানার প্রায় 35 জন পুলিশকর্মীকে বদলি করা হল । মহারাষ্ট্রের পালঘরের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তদন্তের আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন মুম্বইয়ের আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় । এর দিনকয়েক পরই 35 পুলিশকর্মীর বদলির সিদ্ধান্ত ।

পালঘরের গণপিটুনির ঘটনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বোম্বে হাইকোর্টে দাখিল করা ওই পিটিশনে কেন্দ্রীয় সরকার ও পালঘরের পুলিশ সুপারকে একটি রিপোর্ট দেওয়ার অনুরোধও করেন আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় ।

প্রসঙ্গত, 17 এপ্রিল রাতে মুম্বইয়ের কান্দিভালি থেকে পালঘরের ভেতরের রাস্তা দিয়ে গুজরাত যাওয়ার পথে চোর সন্দেহে তিন সাধুকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে গাড়চিঞ্চলে গ্রামের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ।

অভিযোগ, পালঘরের দাদরা ও নগর হাভেলি সীমান্তের গাঢ়চিনচাল গ্রামে চোর ঢোকার গুজব ছড়িয়ে পড়ে । চোর সন্দেহে তিন সাধুকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয় । পুলিশ ওই তিনজনকে উদ্ধার করতে গেলে তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর করা হয় ওই তিনজনকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের । এই ঘটনার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিয়ো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.