ETV Bharat / bharat

তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত 33 - তেলাঙ্গানায় নতুন করে কোরোনা সংক্রমণ

শেষ সপ্তাহ থেকে তেলাঙ্গানায়া সংক্রমণের হার কমছিল । কিন্তু ফের একবার রাজ্যে সংক্রমণ দেখা দিয়েছে । তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 33 জন ।

Corona
কোরোনা
author img

By

Published : May 11, 2020, 10:19 AM IST

হায়দরাবাদ, 11 মে : তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 33 জন । গতকাল তাঁদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । এই নিয়ে তেলাঙ্গানায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 196 ।

তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত এই 33 জনের মধ্যে 26 জন গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম এলাকার । রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদেই একমাত্র নতুন করে কোরোনা আক্রান্তের হদিস মিলছে । সংক্রমিতদের মধ্যে বাকি সাতজন সম্প্রতি ভিনরাজ্য থেকে ফিরেছেন । তাঁরা ইয়াদাদরি ভুবনগিরি জেলার বাসিন্দা । এই নিয়ে তেলাঙ্গানায় ভিনরাজ্য থেকে ফেরা 11 জন কোরোনায় আক্রান্ত হলেন । তেলাঙ্গানার যে তিনটি জেলায় এতদিন পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের হদিস মেলেনি তার মধ্যে এই ইয়াদদরিও ছিল ।

শেষ সপ্তাহ থেকে তেলাঙ্গানায়া সংক্রমণের হার কমছিল । কিন্তু ফের একবার রাজ্যে সংক্রমণ দেখা দিয়েছে । শনিবার তেলাঙ্গানায় 30 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । পাশাপাশি গতকাল 33 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । সুতরাং, দু'দিনে তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত 63 জন । আর এদের বেশিরভাগই গ্রেটার হায়দরাবাদ এলাকার ।

রাজ্যে কোরোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি । এখনও পর্যন্ত তেলাঙ্গানায় কোরোনায় মৃত 30 । সুস্থ হয়েছেন 751 জন । গতকাল নতুন করে কেউ সুস্থ হননি । সক্রিয় কোরোনা সংক্রমণের সংখ্যা এখন 415 ।

অন্যদিকে গত 14 দিনে যে সমস্ত জেলায় নতুন করে কোরোনা সংক্রমণ দেখা যায়নি সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 24 । ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে ওই 24 জেলার মধ্যে 14 টিকে অরেঞ্জ জ়োন থেকে গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত করার আবেদন করা হয়েছে । আর তিনটি জেলাকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে আনার অনুরোধ করা হয়েছে । যদি রাজ্যের আবেদন কেন্দ্রের তরফে মেনে নেওয়া হয় তাহলে তেলাঙ্গানায় মাত্র তিনটি জেলা রেড জ়োনে থাকবে । হায়দরাবাদ, রঙ্গা রেড্ডি ও মেডচল ।

হায়দরাবাদ, 11 মে : তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 33 জন । গতকাল তাঁদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । এই নিয়ে তেলাঙ্গানায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 196 ।

তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত এই 33 জনের মধ্যে 26 জন গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম এলাকার । রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদেই একমাত্র নতুন করে কোরোনা আক্রান্তের হদিস মিলছে । সংক্রমিতদের মধ্যে বাকি সাতজন সম্প্রতি ভিনরাজ্য থেকে ফিরেছেন । তাঁরা ইয়াদাদরি ভুবনগিরি জেলার বাসিন্দা । এই নিয়ে তেলাঙ্গানায় ভিনরাজ্য থেকে ফেরা 11 জন কোরোনায় আক্রান্ত হলেন । তেলাঙ্গানার যে তিনটি জেলায় এতদিন পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের হদিস মেলেনি তার মধ্যে এই ইয়াদদরিও ছিল ।

শেষ সপ্তাহ থেকে তেলাঙ্গানায়া সংক্রমণের হার কমছিল । কিন্তু ফের একবার রাজ্যে সংক্রমণ দেখা দিয়েছে । শনিবার তেলাঙ্গানায় 30 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । পাশাপাশি গতকাল 33 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । সুতরাং, দু'দিনে তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত 63 জন । আর এদের বেশিরভাগই গ্রেটার হায়দরাবাদ এলাকার ।

রাজ্যে কোরোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি । এখনও পর্যন্ত তেলাঙ্গানায় কোরোনায় মৃত 30 । সুস্থ হয়েছেন 751 জন । গতকাল নতুন করে কেউ সুস্থ হননি । সক্রিয় কোরোনা সংক্রমণের সংখ্যা এখন 415 ।

অন্যদিকে গত 14 দিনে যে সমস্ত জেলায় নতুন করে কোরোনা সংক্রমণ দেখা যায়নি সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 24 । ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে ওই 24 জেলার মধ্যে 14 টিকে অরেঞ্জ জ়োন থেকে গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত করার আবেদন করা হয়েছে । আর তিনটি জেলাকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে আনার অনুরোধ করা হয়েছে । যদি রাজ্যের আবেদন কেন্দ্রের তরফে মেনে নেওয়া হয় তাহলে তেলাঙ্গানায় মাত্র তিনটি জেলা রেড জ়োনে থাকবে । হায়দরাবাদ, রঙ্গা রেড্ডি ও মেডচল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.