ETV Bharat / bharat

কাজের সময় মাটি ধসে তেলাঙ্গানায় মৃত ভিন রাজ্যের 3 শ্রমিক - তেলাঙ্গানায় ধসে চাপা পড়ে মৃত ভিনরাজ্যের 3 শ্রমিক

তেলাঙ্গানায় একটি বেসরকারি পেপার মিলে কাজের সময় মাটি ধসে মৃত্যু হল তিনজন শ্রমিকের ৷ ঘটনায় আহত পাঁচজন ৷

মৃত ভিনরাজ্যের 3 শ্রমিক
মৃত ভিনরাজ্যের 3 শ্রমিক
author img

By

Published : Feb 23, 2020, 11:49 PM IST

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি : কাজের সময় মাটি ধসে মৃত্যু হল ভিন রাজ্যের তিনজন শ্রমিকের ৷ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন ৷ তেলাঙ্গানার কুমরাম ভীম-আসিফাবাদ জেলার একটি বেসরকারি পেপার মিলের ঘটনা ৷

মৃত তিন শ্রমিকের নাম রঘুনাথ রাম, ছোটু বানিয়া ও রঞ্জিত ৷ মৃত তিনজনের মধ্যে দু'জন ঝাড়খণ্ডের বাসিন্দা ও একজন লখনউয়ের বাসিন্দা ৷ আহতদের নাম মাল্লু রবিদাস, সন্তোষ রাম, হরিকন রাম, রাম প্রণীত ও সঞ্জয় রাম ৷

গতকাল রাত 11টা নাগাদ 12 জন শ্রমিক মিলে পিলার তৈরির কাজ করছিলেন ৷ সে সময়ই ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি : কাজের সময় মাটি ধসে মৃত্যু হল ভিন রাজ্যের তিনজন শ্রমিকের ৷ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন ৷ তেলাঙ্গানার কুমরাম ভীম-আসিফাবাদ জেলার একটি বেসরকারি পেপার মিলের ঘটনা ৷

মৃত তিন শ্রমিকের নাম রঘুনাথ রাম, ছোটু বানিয়া ও রঞ্জিত ৷ মৃত তিনজনের মধ্যে দু'জন ঝাড়খণ্ডের বাসিন্দা ও একজন লখনউয়ের বাসিন্দা ৷ আহতদের নাম মাল্লু রবিদাস, সন্তোষ রাম, হরিকন রাম, রাম প্রণীত ও সঞ্জয় রাম ৷

গতকাল রাত 11টা নাগাদ 12 জন শ্রমিক মিলে পিলার তৈরির কাজ করছিলেন ৷ সে সময়ই ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.