ETV Bharat / bharat

আজ CAA সমর্থনে শাহের সভা, লখনউয়ের ঘণ্টাঘরে চলছে বিক্ষোভ

লখনউতে আজ CAA-র সমর্থনে সভা করবেন অমিত শাহ ৷ তার ওই সভাকে ঘিরে ফের দফায় দফায় বিক্ষোভ শুরু হয় ৷ লখনউয়ের ঘণ্টাঘরের সামনে আজ মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করলে তিনজনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ ৷

author img

By

Published : Jan 21, 2020, 11:00 AM IST

CAA
ফাইল ছবি

লখনউ, 21 জানুয়ারি : লখনউতে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আজ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে BJP-র সভা ৷ সেই সভায় উপস্থিত থাকবেন অমিত শাহ ৷ অমিত শাহের লখনউ সফর ঘিরে ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে লখনউয়ের ঘণ্টাঘরের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন মহিলারা ৷ বিক্ষোভকারীদের মধ্যে তিনজনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ ৷ চলতি বছরের 10 জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 কার্যকর হয়েছে । এই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান, ও বাংলাদেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ।

আজ CAA-র সমর্থনে সভা করার পাশাপাশি একটি মিছিলেও হাঁটবেন তিনি ৷ অমিত শাহের আজকের কর্মসূচিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রতিবাদীরা ৷ এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্র ৷ স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহেই জানিয়েছিলেন পাকিস্তানের শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে তবেই বিশ্রাম নেবেন তিনি ৷

লখনউ, 21 জানুয়ারি : লখনউতে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আজ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে BJP-র সভা ৷ সেই সভায় উপস্থিত থাকবেন অমিত শাহ ৷ অমিত শাহের লখনউ সফর ঘিরে ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে লখনউয়ের ঘণ্টাঘরের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন মহিলারা ৷ বিক্ষোভকারীদের মধ্যে তিনজনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ ৷ চলতি বছরের 10 জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 কার্যকর হয়েছে । এই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান, ও বাংলাদেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ।

আজ CAA-র সমর্থনে সভা করার পাশাপাশি একটি মিছিলেও হাঁটবেন তিনি ৷ অমিত শাহের আজকের কর্মসূচিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রতিবাদীরা ৷ এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্র ৷ স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহেই জানিয়েছিলেন পাকিস্তানের শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে তবেই বিশ্রাম নেবেন তিনি ৷

Mumbai, Jan 21 (ANI): A devotee from Delhi donated gold weighing around 35 kg worth around Rs 14 crore to Mumbai's Shri Siddhivinayak Temple. Gold was used to decorate the ceiling and the door of the temple. Every year millions of devotees donate millions of rupees at Shri Siddhivinayak Temple.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.