লখনউ, 21 জানুয়ারি : লখনউতে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আজ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে BJP-র সভা ৷ সেই সভায় উপস্থিত থাকবেন অমিত শাহ ৷ অমিত শাহের লখনউ সফর ঘিরে ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে ৷
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে লখনউয়ের ঘণ্টাঘরের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন মহিলারা ৷ বিক্ষোভকারীদের মধ্যে তিনজনের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ ৷ চলতি বছরের 10 জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 কার্যকর হয়েছে । এই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান, ও বাংলাদেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ।
-
Lucknow: Women continue to protest at Ghanta Ghar against #CitizenshipAmendmentAct and National Register of Citizens (NRC). Police have registered 3 FIRs in connection with the ongoing protest. pic.twitter.com/Oh6b4EdruC
— ANI UP (@ANINewsUP) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lucknow: Women continue to protest at Ghanta Ghar against #CitizenshipAmendmentAct and National Register of Citizens (NRC). Police have registered 3 FIRs in connection with the ongoing protest. pic.twitter.com/Oh6b4EdruC
— ANI UP (@ANINewsUP) January 21, 2020Lucknow: Women continue to protest at Ghanta Ghar against #CitizenshipAmendmentAct and National Register of Citizens (NRC). Police have registered 3 FIRs in connection with the ongoing protest. pic.twitter.com/Oh6b4EdruC
— ANI UP (@ANINewsUP) January 21, 2020
আজ CAA-র সমর্থনে সভা করার পাশাপাশি একটি মিছিলেও হাঁটবেন তিনি ৷ অমিত শাহের আজকের কর্মসূচিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রতিবাদীরা ৷ এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্র ৷ স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহেই জানিয়েছিলেন পাকিস্তানের শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে তবেই বিশ্রাম নেবেন তিনি ৷