ETV Bharat / bharat

কাশ্মীরে পুনরায় চালু 2G ইন্টারনেট পরিষেবা - 2G মোবাইল ইন্টারনেট পরিষেবা

গতকাল শীর্ষ আদালত কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যপারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেয় । তারপরই আজ পুলওয়ামা ও শোপিয়ান বাদে কাশ্মীরের বাকি এলাকায় পুনরায় চালু হল 2G ইন্টারনেট পরিষেবা ।

ছবি
ছবি
author img

By

Published : May 12, 2020, 11:34 AM IST

শ্রীনগর, 12 মে : প্রায় এক সপ্তাহ পর কাশ্মীরে চালু হল ইন্টারনেট পরিষেবা । কাশ্মীরের বিভিন্ন এলাকায় 2G পরিষেবা চালু করল জম্মু ও কাশ্মীর প্রশাসন । তবে, কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ানে আপাতত বন্ধই থাকছে ইন্টারনেট ।

BSNL পোস্টপেড এবং 2G মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু ছিল উপত্যকায় । বুধবার অবন্তীপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয় হিজ়বুল প্রধান রিয়াজ় নাইকু । তারপরই এই লো স্পিড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় । বন্ধ হয়ে যায় মোবাইল ফোন পরিষেবাও । ঘটনার তিনদিনের মাথায় অর্থাৎ শুক্রবার উপত্যকায় চালু হয় মোবাইল ফোন পরিষেবা ।

গতকাল শীর্ষ আদালত কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেয় । তারপরই আজ পুলওয়ামা ও শোপিয়ান বাদে উপত্যকার বাকি এলাকায় চালু হল 2G ইন্টারনেট পরিষেবা ।

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরে স্বাভাবিক হল মোবাইল ফোন পরিষেবা

5 অগাস্ট 2019 -এ 370 ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় এখানে । তারপর ধাপে ধাপে লো স্পিড ইন্টারনেট চালু করা হয় কাশ্মীরে । তারপর থেকে এখনও পর্যন্ত 4G ইন্টারনেট পরিষেবা পায়নি কাশ্মীরবাসী ।

শ্রীনগর, 12 মে : প্রায় এক সপ্তাহ পর কাশ্মীরে চালু হল ইন্টারনেট পরিষেবা । কাশ্মীরের বিভিন্ন এলাকায় 2G পরিষেবা চালু করল জম্মু ও কাশ্মীর প্রশাসন । তবে, কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ানে আপাতত বন্ধই থাকছে ইন্টারনেট ।

BSNL পোস্টপেড এবং 2G মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু ছিল উপত্যকায় । বুধবার অবন্তীপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয় হিজ়বুল প্রধান রিয়াজ় নাইকু । তারপরই এই লো স্পিড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় । বন্ধ হয়ে যায় মোবাইল ফোন পরিষেবাও । ঘটনার তিনদিনের মাথায় অর্থাৎ শুক্রবার উপত্যকায় চালু হয় মোবাইল ফোন পরিষেবা ।

গতকাল শীর্ষ আদালত কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেয় । তারপরই আজ পুলওয়ামা ও শোপিয়ান বাদে উপত্যকার বাকি এলাকায় চালু হল 2G ইন্টারনেট পরিষেবা ।

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরে স্বাভাবিক হল মোবাইল ফোন পরিষেবা

5 অগাস্ট 2019 -এ 370 ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় এখানে । তারপর ধাপে ধাপে লো স্পিড ইন্টারনেট চালু করা হয় কাশ্মীরে । তারপর থেকে এখনও পর্যন্ত 4G ইন্টারনেট পরিষেবা পায়নি কাশ্মীরবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.