দিল্লি, 11 জুলাই : প্রতিদিনই সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে 27 হাজার 114 জন , মৃত্যু হয়েছে 519 জনের ৷
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ 20 হাজার 916 ৷ মৃতের সংখ্যা 22 হাজার 123 ৷ এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখ 83 হাজার 407 এবং সুস্থ হয়ে উঠেছে পাঁচ লাখ 15 হাজার 385 জন ৷ দেশে বর্তমানে সুস্থতার হার 62.78 শতাংশ ৷
সংক্রমণের তালিকায় এখনও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় সে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে সাত হাজার 862 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ 38 হাজার 461-এ ৷ এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 95 হাজার 647 ৷ ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুনেতে 13 জুলাই থেকে 10 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ মুম্বইয়ের থানেতেও 19 জুলাই অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷
অন্যদিকে দিল্লিতে গত 24 ঘণ্টায় দুই হাজার 89 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ নয় হাজার 140-এ পৌঁছেছে ৷ তবে রাজধানীতে সুস্থতার হার বৃদ্ধি পেয়ে 77 শতাংশে পৌঁছেছে , অর্থাৎ চারজনের মধ্যে তিনজন আক্রান্তই সুস্থ হয়ে উঠছে ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় 42 জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা তিন হাজার 300-এ পৌঁছেছে ৷
বৃহস্পতিবার কোরোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক ও তেলাঙ্গানাসহ মোট আটটি রাজ্য থেকে দেশের মোট আক্রান্তের 80 শতাংশ কেস নথিভুক্ত হয়েছে ৷ অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে গতকাল কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মুম্বইয়ের ধারাভি বস্তির সাফল্যের কথা উল্লেখ করে প্রশংসা করা হয় ৷