ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত 25 DMK কর্মী

author img

By

Published : Jun 11, 2020, 9:03 PM IST

DMK বিধায়ক জে অনবাজ়হাগনের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর আজ আরও 25 DMK কর্মী কোরোনা আক্রান্ত হন ।

covid
covid

কোরোনা আক্রান্ত 25 DMK কর্মী

চেন্নাই, 11জুন : DMK বিধায়ক জে অনবাজ়হাগনের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর আরও 25 DMK কর্মী কোরোনা আক্রান্ত হলেন । আজ তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে ।

সূত্রের খবর , অনবাজ়হাগনের শেষকৃত্যের সময়ে কোরোনা সংক্রমণ মোকাবিলায় সামাজিক নিয়ম মানেননি DMK কর্মীরা । রাজ্যের নিষেধাজ্ঞা থাকার পরেও সমাধিস্থানে প্রবেশ করেন অনেক কর্মী ।

কোরোনা আক্রান্ত মৃত ব্যক্তির শেষকৃত্যের সময় চারজনের উপস্থিত থাকার নির্দেশ রয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে । জানানো হয়েছে, কোনও শ্রাদ্ধানুষ্ঠানে সর্বোচ্চ 20জন উপস্থিত থাকতে পারবেন ।

কিন্তু সেই কোনও নিয়মই মানেননি DMK কর্মীরা । অনেকে সেই সময় সমাধিস্থানে উপস্থিত ছিলেন এবং সংক্রমণ সেখানেই ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে ।

রিপোর্ট অনুযায়ী, একটি ‘রিলিফ ম্যাটেরিয়াল ক্যাম্পেন’-এ যোগ দিয়েছিলেন অনবাজ়হাগন । গরিব মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন । এরপরেই তাঁর জ্বর আসে এবং কোরোনার অন্যান্য উপসর্গ দেখা দেয় । কিন্তু তাও কাজ বন্ধ করেননি তিনি । শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রেলা ইন্সটিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন অনবাজ়হাগন ।

চিকিৎসা চলাকালীন অনবাজ়হাগনের শারীরিক অবস্থার আরও অবনতি হয় । তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল । এক চিকিৎসক এই বিষয়ে বলেন, “একটা সময় মনে হয়েছিল তিনি সুস্থ হচ্ছেন । কিন্তু তাঁর অনেক কো-মর্বিডিটিস ছিল । সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি । সকাল 8টা 5 মিনিটে তাঁর মৃত্যু হয় ।”

কোরোনা আক্রান্ত 25 DMK কর্মী

চেন্নাই, 11জুন : DMK বিধায়ক জে অনবাজ়হাগনের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর আরও 25 DMK কর্মী কোরোনা আক্রান্ত হলেন । আজ তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে ।

সূত্রের খবর , অনবাজ়হাগনের শেষকৃত্যের সময়ে কোরোনা সংক্রমণ মোকাবিলায় সামাজিক নিয়ম মানেননি DMK কর্মীরা । রাজ্যের নিষেধাজ্ঞা থাকার পরেও সমাধিস্থানে প্রবেশ করেন অনেক কর্মী ।

কোরোনা আক্রান্ত মৃত ব্যক্তির শেষকৃত্যের সময় চারজনের উপস্থিত থাকার নির্দেশ রয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে । জানানো হয়েছে, কোনও শ্রাদ্ধানুষ্ঠানে সর্বোচ্চ 20জন উপস্থিত থাকতে পারবেন ।

কিন্তু সেই কোনও নিয়মই মানেননি DMK কর্মীরা । অনেকে সেই সময় সমাধিস্থানে উপস্থিত ছিলেন এবং সংক্রমণ সেখানেই ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে ।

রিপোর্ট অনুযায়ী, একটি ‘রিলিফ ম্যাটেরিয়াল ক্যাম্পেন’-এ যোগ দিয়েছিলেন অনবাজ়হাগন । গরিব মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন । এরপরেই তাঁর জ্বর আসে এবং কোরোনার অন্যান্য উপসর্গ দেখা দেয় । কিন্তু তাও কাজ বন্ধ করেননি তিনি । শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রেলা ইন্সটিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন অনবাজ়হাগন ।

চিকিৎসা চলাকালীন অনবাজ়হাগনের শারীরিক অবস্থার আরও অবনতি হয় । তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল । এক চিকিৎসক এই বিষয়ে বলেন, “একটা সময় মনে হয়েছিল তিনি সুস্থ হচ্ছেন । কিন্তু তাঁর অনেক কো-মর্বিডিটিস ছিল । সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি । সকাল 8টা 5 মিনিটে তাঁর মৃত্যু হয় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.