ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত 23 - up lightning

ফের বাজ পড়ে মৃত্যু । এবার উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হয়েছে 23 জনের ৷

23 Killed, 29 Injured In Lightning Strikes In Uttar Pradesh
উত্তরপ্রদেশে বজ্রাঘাতে মৃত্যু 23 জনের , আহত 29
author img

By

Published : Jul 5, 2020, 2:58 PM IST

লখনউ, 5 জুলাই : উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হল 23 জনের ৷ জখম হয়েছে 29 জন ৷ গতরাতে উত্তরপ্রদেশের একাধিক জেলায় বাজ পড়ে ৷ এলাহাবাদের আটজন , মিরজ়াপুরের ছ'জন, কৌশাম্বির দু'জন ও জৌনপুরের একজনের মৃত্যু হয়েছে ৷

উত্তরপ্রদেশ রিলিফ কমিশনার অফিসের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বজ্রপাতের ঘটনায় জখম হয়েছে আরও 29 জন ৷ তাদের মধ্যে প্রয়াগরাজের ন'জন, মিরজ়াপুরের 10 জন ও কৌশাম্বির চারজন গুরুতর জখম হয়েছে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার প্রতি 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি ৷ এছাড়াও আহতদের সঠিক চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷

এর আগে উত্তরপ্রদেশের ভাদোহিতে বজ্রাঘাতে ছ'জনের মৃত্যু হয় ৷ এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় প্রায় ছ'জন গুরুতর জখম হয়েছে ৷ কয়েকদিন ধরেই বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে অনেকের । গত সপ্তাহে একদিনে প্রায় 83 জনের মৃত্যু হয়েছিল । 2 জুলাই বজ্রাঘাতে মৃত্যু হয় 26 জনের ।

বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । বজ্রপাত থেকে বাঁচতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (IITM)-র তরফে উদ্বোধন করা হয় এই অ্যাপের ৷ এই ফ্রি মোবাইল অ্যাপ বজ্রপাত নিয়ে সতর্ক করতে পারে ৷ 2018 সালে উদ্বোধন করা হয় এই অ্যাপটির ৷ যে কোনও জায়গায় বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগে সতর্ক করতে পারে এই অ্যাপ ৷

লখনউ, 5 জুলাই : উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হল 23 জনের ৷ জখম হয়েছে 29 জন ৷ গতরাতে উত্তরপ্রদেশের একাধিক জেলায় বাজ পড়ে ৷ এলাহাবাদের আটজন , মিরজ়াপুরের ছ'জন, কৌশাম্বির দু'জন ও জৌনপুরের একজনের মৃত্যু হয়েছে ৷

উত্তরপ্রদেশ রিলিফ কমিশনার অফিসের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বজ্রপাতের ঘটনায় জখম হয়েছে আরও 29 জন ৷ তাদের মধ্যে প্রয়াগরাজের ন'জন, মিরজ়াপুরের 10 জন ও কৌশাম্বির চারজন গুরুতর জখম হয়েছে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার প্রতি 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি ৷ এছাড়াও আহতদের সঠিক চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷

এর আগে উত্তরপ্রদেশের ভাদোহিতে বজ্রাঘাতে ছ'জনের মৃত্যু হয় ৷ এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় প্রায় ছ'জন গুরুতর জখম হয়েছে ৷ কয়েকদিন ধরেই বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে অনেকের । গত সপ্তাহে একদিনে প্রায় 83 জনের মৃত্যু হয়েছিল । 2 জুলাই বজ্রাঘাতে মৃত্যু হয় 26 জনের ।

বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । বজ্রপাত থেকে বাঁচতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (IITM)-র তরফে উদ্বোধন করা হয় এই অ্যাপের ৷ এই ফ্রি মোবাইল অ্যাপ বজ্রপাত নিয়ে সতর্ক করতে পারে ৷ 2018 সালে উদ্বোধন করা হয় এই অ্যাপটির ৷ যে কোনও জায়গায় বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগে সতর্ক করতে পারে এই অ্যাপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.