ETV Bharat / bharat

গুজরাত হিংসায় গণধর্ষিতাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

গুজরাত হিংসা গণধর্ষিতাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতাকে চাকরি ও নিরাপদ আশ্রয় দেওয়ারও নির্দেশ দেয়।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 23, 2019, 3:59 PM IST

দিল্লি, 23 এপ্রিল : 2002 সালে গুজরাত হিংসার সময় এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । নিগৃহীতাকে চাকরি ও নিরাপদ আশ্রয় দেওয়ারও নির্দেশ দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

শীর্ষ আদালতের নির্দেশকে দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন নিগৃহীতা । সেই সঙ্গে ঘটনার তদন্ত ভুলপথে চালিত করার জন্য অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।

গুজরাত সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, এই ঘটনায় জড়িত ৫ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে । অভিযুক্ত ৪ জনের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে । অন্য এক আধিকারিককে নিচু পদে বদলি করা হয়েছে।

2002 সালে 3 মার্চ গোধরা কাণ্ডের পরবর্তীতে ঘটা দাঙ্গার জেরে আমেদাবাদের কাছে রানধিকপুর গ্রামে নিগৃহীতার পরিবারের 14 জন্য সদস্য খুন হয় । এদের মধ্যে ছিল নিগৃহীতার তিন বছরের শিশুকন্যা, যার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় । সেই সময় গর্ভবতী ওই মহিলাকে গণধর্ষণ করা হয় । পরে 2008 সালে বম্বে হাইকোর্টে মামলা চলাকালীন গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 11 জনের যাবজ্জীবন সাজা হয় । কিন্তু এই ঘটনায় অভিযুক্ত 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও শাস্তি ঘোষণা করেনি আদালত । নিগৃহীতার আইনজীবী শীর্ষ আদালতকে জানান, অভিযুক্ত 5 জনের মধ্যে 4 জন অবসর নিয়েছেন । অন্য অভিযুক্ত IPS অফিসার আর এস ভাগোরাও কিছুদিনের মধ্যে অবসর নেবেন । কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ।

দিল্লি, 23 এপ্রিল : 2002 সালে গুজরাত হিংসার সময় এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । নিগৃহীতাকে চাকরি ও নিরাপদ আশ্রয় দেওয়ারও নির্দেশ দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

শীর্ষ আদালতের নির্দেশকে দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন নিগৃহীতা । সেই সঙ্গে ঘটনার তদন্ত ভুলপথে চালিত করার জন্য অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।

গুজরাত সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, এই ঘটনায় জড়িত ৫ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে । অভিযুক্ত ৪ জনের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে । অন্য এক আধিকারিককে নিচু পদে বদলি করা হয়েছে।

2002 সালে 3 মার্চ গোধরা কাণ্ডের পরবর্তীতে ঘটা দাঙ্গার জেরে আমেদাবাদের কাছে রানধিকপুর গ্রামে নিগৃহীতার পরিবারের 14 জন্য সদস্য খুন হয় । এদের মধ্যে ছিল নিগৃহীতার তিন বছরের শিশুকন্যা, যার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় । সেই সময় গর্ভবতী ওই মহিলাকে গণধর্ষণ করা হয় । পরে 2008 সালে বম্বে হাইকোর্টে মামলা চলাকালীন গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 11 জনের যাবজ্জীবন সাজা হয় । কিন্তু এই ঘটনায় অভিযুক্ত 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও শাস্তি ঘোষণা করেনি আদালত । নিগৃহীতার আইনজীবী শীর্ষ আদালতকে জানান, অভিযুক্ত 5 জনের মধ্যে 4 জন অবসর নিয়েছেন । অন্য অভিযুক্ত IPS অফিসার আর এস ভাগোরাও কিছুদিনের মধ্যে অবসর নেবেন । কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ।

Kendrapara (Odisha) Apr 23 (ANI): While addressing a public meeting in Odisha's Kendrapara Prime Minister Narendra Modi said, "It's confirmed that in Odisha, Biju Janata Dal (BJD) will go and Bharatiya Janata Party (BJP) will come to power after polls. However, I wanted their farewell to be a good one, but the way violence has been used in last few days, today I want to say, Naveen babu your exit is sure. Your handful of bureaucrats will not be able to save you".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.