দিল্লি, 1 নভেম্বর : বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে বড়সড় ছাড় ঘোষণা দিল্লির ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির (DDMA) ৷ এবার থেকে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন 200 জন অতিথি ৷ তবে, সেক্ষেত্রেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ ৷ অপরদিকে, শেষকৃত্যে 20 জনই অংশ নিতে পারে বলে জানিয়েছে DDMA ৷
কোরোনা পরিস্থিতিতে রাশ টানা হয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে ৷ আনলক পর্বে ছাড় দেওয়া হয় বিয়ের অনুষ্ঠানগুলিতে ৷ বিয়ের অনুষ্ঠানে 50 জন অতিথি প্রবেশের নির্দেশ দেওয়া হয় ৷ তবে, এবার থেকে দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন 200 জন অতিথি ৷ এদিন এমনই ঘোষণা করেন চিফ সেক্রেটারি বিজয় দেব ৷ বিভিন্ন ব্যাঙ্কোয়েট হল বা অপেক্ষাকৃত ছোটো জায়গায় বিয়ের অনুষ্ঠান হলে অংশ নিতে পারবেন 200 জন ৷ যদি কোনও বড় জায়গায় অনুষ্ঠান করা হয় সেক্ষেত্রে এর বেশি অতিথি প্রবেশ করতে পারবেন ৷ তবে, সেক্ষেত্রেও ডিস্ট্রিক্ট ম্যাজিসট্রেট ও DCP এর কাছ থেকে অনুমতি নিতে হবে ৷
বিয়ের অনুষ্ঠানে অতিথি প্রবেশের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে ৷ বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও মানতে হবে কোরোনা প্রোটোকল ৷ মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে ৷ মানতে হবে সামাজিক দূরত্ব ৷ থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজ়েশনের ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকী খাওয়া দাওয়ার জায়গা, স্টেজ বা DJ সিস্টেমের জায়গায় অনুষ্ঠান চলাকালীন বার বার স্যানিটাইজ় করার নির্দেশও দেওয়া হয়েছে ৷ হাত ধোয়ার জন্য একাধিক বেসিনের ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ অপরদিকে, খাওয়ার জায়গায় আগে একসঙ্গে যতজন বসতে পারতেন তা এখন কমিয়ে 50 শতাংশ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অতিথিদের প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা আলাদা গেটের ব্যবস্থাও করতে বলা হয়েছে ৷