সাংলি, জলগাঁও (মহারাষ্ট্র), 3 ফেব্রুয়ারি : মহারাষ্ট্রে পৃথক দুটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 15 জন ৷ আহত হন আটজন।
গতরাতে প্রথম ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সাংলিতে । এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফিরছিলেন ছ'জন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চারচাকা গাড়িটি রাস্তার ধারে একটি কুয়োয় পড়ে যায় । দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের, আহত হন একজন। তিনি কাঁচ ভেঙে গাড়ির বাইরে বেরিয়ে আসেন। মৃতদের নাম- মচিন্দ্র প্যাটেল (60), কুন্ডলিক বারকাড়ে (60), গুন্ডা ডোবারে (35), সংগীতা প্যাটেল (40) ও শোভা প্যাটেল (38) ৷ আহত যাত্রীরা নাম হরিবা বাগমারে। তিনি আপাতত গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভরতি ৷
![car accident in maharastra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mh-jlg-01-road-accident-7205050_03022020080605_0302f_1580697365_994.jpg)
অপর ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে। একটি বিয়েবাড়ি থেকে মুক্তাইনগরে ফিরছিলেন কয়েকজন। হিংগলা গ্রামের কাছে তাঁদের ক্রুসার গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্য়ু হয় ১০ জনের। আহত হন সাতজন। তাঁদের জলগাঁও হাসপাতালে ভরতি করা হয়েছে।