ETV Bharat / bharat

শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত 2 পুলিশকর্মী - শ্রীনগরে মৃত 2 পুলিশকর্মী

শ্রীনগরে নওগাঁ এলাকায় জঙ্গি হামলায় মৃত্যু দুই পুলিশকর্মীর । আজ সকাল 9টা 15 নাগাদ নওগাঁ এলাকায় পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন ।

JK
নিজস্ব ছবি
author img

By

Published : Aug 14, 2020, 11:17 AM IST

শ্রীনগর, 14 অগাস্ট : শ্রীনগরে নওগাঁ এলাকায় জঙ্গি হামলায় মৃত্যু দুই পুলিশকর্মীর । আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন । আজ সকালে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল 9টা 15 নাগাদ নওগাঁ এলাকায় পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন । মনে করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠীরই সদস্য ছিল তারা । গুলির আঘাতে তিন পুলিশকর্মী জখম হন । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই পুলিশকর্মীর মৃত্যু হয় । একজনের চিকিৎসা চলছে ।

আগামীকাল স্বাধীনতা দিবস । তার আগে জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা । এরই মধ্যে আজ সকালে শ্রীনগরে এইরকম হামলা হল পুলিশকর্মীদের উপর । আপাতত ওই এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । মোতায়েন হয়েছে পুলিশ । বিস্তারিত তথ্য এখনও আসবে বলে কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয় ।

শ্রীনগর, 14 অগাস্ট : শ্রীনগরে নওগাঁ এলাকায় জঙ্গি হামলায় মৃত্যু দুই পুলিশকর্মীর । আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন । আজ সকালে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল 9টা 15 নাগাদ নওগাঁ এলাকায় পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন । মনে করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠীরই সদস্য ছিল তারা । গুলির আঘাতে তিন পুলিশকর্মী জখম হন । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই পুলিশকর্মীর মৃত্যু হয় । একজনের চিকিৎসা চলছে ।

আগামীকাল স্বাধীনতা দিবস । তার আগে জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা । এরই মধ্যে আজ সকালে শ্রীনগরে এইরকম হামলা হল পুলিশকর্মীদের উপর । আপাতত ওই এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । মোতায়েন হয়েছে পুলিশ । বিস্তারিত তথ্য এখনও আসবে বলে কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.